ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ধারণক্ষমতার অতিরিক্ত চাল মজুত করায় দুটি অটোরাইস মিল মালিককে ৫০ হাজার করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলার দুটি অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান আসিফ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০ কার্যদিবসের মধ্যে মজুত করা চাল বাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত মেসার্স মাছরাঙ্গা মিলের গুদামে পাক্ষিক ছাঁটাই ক্ষমতার ১২০ থেকে ১৩০ টন বেশি চাল মজুত রাখায় প্রতিষ্ঠানটির মালিক প্রবণ প্রসাদ আগরওয়ালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে রহিমানপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স জেএস মিলে প্যাকেটের নামের সঙ্গে ভেতরে থাকা চাল মিল না পাওয়া ও হিসাবে গরমিল থাকায় মিল মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে অভিযানে অংশ নেওয়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ বলেন, গত কিছুদিন ধরে হঠাৎ চালের দাম বৃদ্ধির অভিযোগ শোনা যাচ্ছে। কিছু মিল মালিক ও আড়তদার অবৈধভাবে ধান-চাল মজুত করে চালের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ আসছিল। এ জন্য চালকল ও ধানের আড়তের গুদামে জেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে যৌথভাবে অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঠাকুরগাঁওয়ে ধারণক্ষমতার অতিরিক্ত চাল মজুত করায় দুটি অটোরাইস মিল মালিককে ৫০ হাজার করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলার দুটি অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান আসিফ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০ কার্যদিবসের মধ্যে মজুত করা চাল বাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত মেসার্স মাছরাঙ্গা মিলের গুদামে পাক্ষিক ছাঁটাই ক্ষমতার ১২০ থেকে ১৩০ টন বেশি চাল মজুত রাখায় প্রতিষ্ঠানটির মালিক প্রবণ প্রসাদ আগরওয়ালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে রহিমানপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স জেএস মিলে প্যাকেটের নামের সঙ্গে ভেতরে থাকা চাল মিল না পাওয়া ও হিসাবে গরমিল থাকায় মিল মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে অভিযানে অংশ নেওয়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সহকারী খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ বলেন, গত কিছুদিন ধরে হঠাৎ চালের দাম বৃদ্ধির অভিযোগ শোনা যাচ্ছে। কিছু মিল মালিক ও আড়তদার অবৈধভাবে ধান-চাল মজুত করে চালের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ আসছিল। এ জন্য চালকল ও ধানের আড়তের গুদামে জেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে যৌথভাবে অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার রাত দেড়টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেতিনি নিজেকে সাংবাদিক, রাজনীতিবিদ এবং প্রধান উপদেষ্টার এক সময়ের সহকর্মী বলে পরিচয় দেন। তিনি ট্রাফিক পরিদর্শক জি এম মুসার সঙ্গে দেখা করতে চান। তাঁকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইজিপির কাছে বিভিন্ন অনিয়ম উল্লেখ করে অভিযোগ দেবেন...
৩৩ মিনিট আগেচেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জিয়াদুর রহমান পরোয়ানা জারির এই নির্দেশ দেন। একই সঙ্গে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের...
৪১ মিনিট আগেমানিকগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় তাঁরা আটিগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ভাঙচুর চালান। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
৪৩ মিনিট আগে