তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ রোববার। সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এ নিয়ে টানা তিন দিন এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস এবং ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের সাধারণ ও খেটে খাওয়া মানুষ।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয় হিম বাতাস এ উপজেলার ওপর দিয়ে বয়ে যায়। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো পরে শিশিরবিন্দু, যা অব্যাহত থাকে পরদিন সকাল পর্যন্ত। কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা। কোনো কোনো দিন সূর্যের আলোর দেখা মিললেও তাতে উত্তাপ কম। আজও সকালের পর কিছুটা সূর্যের দেখা মিলেছে, তবে শীতের দাপট কমেনি।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গত কয়েক বছরের মধ্যে ও চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিায়। এর আগে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ দমশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৮ সালের ৮ জানুয়ারি এখানে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিন ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলের রাব্বী বলেন, যেহেতু এই উপজেলায় সবচেয়ে বেশি শীত অনুভূত হয়, তাই আগেভাগেই শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। মূলত যারা প্রকৃত গরিব ও অসহায়, তাদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ রোববার। সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এ নিয়ে টানা তিন দিন এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস এবং ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের সাধারণ ও খেটে খাওয়া মানুষ।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয় হিম বাতাস এ উপজেলার ওপর দিয়ে বয়ে যায়। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো পরে শিশিরবিন্দু, যা অব্যাহত থাকে পরদিন সকাল পর্যন্ত। কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা। কোনো কোনো দিন সূর্যের আলোর দেখা মিললেও তাতে উত্তাপ কম। আজও সকালের পর কিছুটা সূর্যের দেখা মিলেছে, তবে শীতের দাপট কমেনি।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গত কয়েক বছরের মধ্যে ও চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিায়। এর আগে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ দমশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৮ সালের ৮ জানুয়ারি এখানে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিন ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলের রাব্বী বলেন, যেহেতু এই উপজেলায় সবচেয়ে বেশি শীত অনুভূত হয়, তাই আগেভাগেই শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। মূলত যারা প্রকৃত গরিব ও অসহায়, তাদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপির ওপর অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন। আমরা দেশ ও জনগণকে নিয়ে আলোচনা করেছি। এখন এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। আমার ওপর যে অত্যাচার-নির্যাতন হয়েছে, আমার মায়ের ওপর অত্যাচার হয়েছে, আমার ভাইকে হত্যা করা হয়েছে...
৫ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা দুই জেলেকে ধরে নিয়ে গেছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার হোয়াইক্যং সীমান্তের বগার দ্বীপ এলাকা থেকে তাঁদের ধরে নিয়ে যায়।
২০ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ে ‘স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত’ শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই চিত্র প্রদর্শনী ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। যেখানে বড় একটি ব্যানারে...
৩৩ মিনিট আগেরডে মরচে ধরেছে, কাঠের বাটাম পচে যাওয়ার অবস্থা—খাগড়াছড়ির রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন ভবনের অবস্থা এমনই। জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২০ সালে। দুই বছরে কাজ সম্পন্ন হবে বলা হলেও পাঁচ বছরেও ভবনটি অর্ধেকের বেশি অসম্পূর্ণ।
৩৯ মিনিট আগে