তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ রোববার। সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এ নিয়ে টানা তিন দিন এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস এবং ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের সাধারণ ও খেটে খাওয়া মানুষ।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয় হিম বাতাস এ উপজেলার ওপর দিয়ে বয়ে যায়। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো পরে শিশিরবিন্দু, যা অব্যাহত থাকে পরদিন সকাল পর্যন্ত। কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা। কোনো কোনো দিন সূর্যের আলোর দেখা মিললেও তাতে উত্তাপ কম। আজও সকালের পর কিছুটা সূর্যের দেখা মিলেছে, তবে শীতের দাপট কমেনি।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গত কয়েক বছরের মধ্যে ও চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিায়। এর আগে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ দমশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৮ সালের ৮ জানুয়ারি এখানে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিন ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলের রাব্বী বলেন, যেহেতু এই উপজেলায় সবচেয়ে বেশি শীত অনুভূত হয়, তাই আগেভাগেই শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। মূলত যারা প্রকৃত গরিব ও অসহায়, তাদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ রোববার। সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এ নিয়ে টানা তিন দিন এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস এবং ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের সাধারণ ও খেটে খাওয়া মানুষ।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয় হিম বাতাস এ উপজেলার ওপর দিয়ে বয়ে যায়। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো পরে শিশিরবিন্দু, যা অব্যাহত থাকে পরদিন সকাল পর্যন্ত। কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা। কোনো কোনো দিন সূর্যের আলোর দেখা মিললেও তাতে উত্তাপ কম। আজও সকালের পর কিছুটা সূর্যের দেখা মিলেছে, তবে শীতের দাপট কমেনি।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গত কয়েক বছরের মধ্যে ও চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিায়। এর আগে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ দমশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৮ সালের ৮ জানুয়ারি এখানে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিন ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলের রাব্বী বলেন, যেহেতু এই উপজেলায় সবচেয়ে বেশি শীত অনুভূত হয়, তাই আগেভাগেই শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। মূলত যারা প্রকৃত গরিব ও অসহায়, তাদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
১ ঘণ্টা আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
১ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে