রংপুর প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলায় চাওয়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আলমি আক্তার (১২) ও ইসরাত জাহান সিফাত (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চাওয়াই নদীর চৈতন্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায়।
জানা গেছে, নিহত আলমি ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে এবং সিফাত সাইফুল ইসলামের মেয়ে। তারা দুজনে সম্পর্কে ফুপু-ভাজতি। নদী থেকে ৫০০ মিটার দূরে তাদের বাড়ি।
পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে ইশরাত জাহান সিফাতের মা রুমাইয়া আক্তার ঘাস কাটার জন্য চাওয়াই নদীর চরে যান। তাঁর সঙ্গে মেয়ে সিফাত ও ননদ আলমিসহ তিন শিশুও সঙ্গে যান। এ সময় আলমি ও সিফাত চাওয়াই নদীতে গোসল করতে গিয়ে সিফাত পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে পানিতে এগিয়ে আসে আলমি।
পরে দুজনে পানিতে ডুবে যায়। নদীর তীরে থাকা অন্য আরেক শিশু বিষয়টি দেখে দৌড়ে তাদের পরিবারের লোকজনকে জানালে তারা ঘটনায়স্থলে দ্রুত এসে মৃত অবস্থায় পানির নিচ থেকে আমলি ও সিফাতের লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ মৃত দুই শিশুদের মরদেহের সুরতহাল করে।
অমরখানা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু আজকের পত্রিকাকে বলেন, ‘ঘাস কাটতে যাওয়া মায়ের সঙ্গে বেরিয়ে শিশু দুটি নদীতে গোসলে নেমে ডুবে যায়। বিষয়টি অত্যন্ত বেদনা দায়ক। এ রকম দুর্ঘটনা এড়াতে কোমলমতি শিশুদের প্রতি পরিবারে অভিভাবকদের সচেতন হতে হবে।’
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুর মধ্যে একজন সাঁতার জানত, আরেকজন জানত না। একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে দুজনেই একসঙ্গে ডুবে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা বলছেন। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
পঞ্চগড় সদর উপজেলায় চাওয়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আলমি আক্তার (১২) ও ইসরাত জাহান সিফাত (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চাওয়াই নদীর চৈতন্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায়।
জানা গেছে, নিহত আলমি ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে এবং সিফাত সাইফুল ইসলামের মেয়ে। তারা দুজনে সম্পর্কে ফুপু-ভাজতি। নদী থেকে ৫০০ মিটার দূরে তাদের বাড়ি।
পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে ইশরাত জাহান সিফাতের মা রুমাইয়া আক্তার ঘাস কাটার জন্য চাওয়াই নদীর চরে যান। তাঁর সঙ্গে মেয়ে সিফাত ও ননদ আলমিসহ তিন শিশুও সঙ্গে যান। এ সময় আলমি ও সিফাত চাওয়াই নদীতে গোসল করতে গিয়ে সিফাত পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে পানিতে এগিয়ে আসে আলমি।
পরে দুজনে পানিতে ডুবে যায়। নদীর তীরে থাকা অন্য আরেক শিশু বিষয়টি দেখে দৌড়ে তাদের পরিবারের লোকজনকে জানালে তারা ঘটনায়স্থলে দ্রুত এসে মৃত অবস্থায় পানির নিচ থেকে আমলি ও সিফাতের লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ মৃত দুই শিশুদের মরদেহের সুরতহাল করে।
অমরখানা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু আজকের পত্রিকাকে বলেন, ‘ঘাস কাটতে যাওয়া মায়ের সঙ্গে বেরিয়ে শিশু দুটি নদীতে গোসলে নেমে ডুবে যায়। বিষয়টি অত্যন্ত বেদনা দায়ক। এ রকম দুর্ঘটনা এড়াতে কোমলমতি শিশুদের প্রতি পরিবারে অভিভাবকদের সচেতন হতে হবে।’
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুর মধ্যে একজন সাঁতার জানত, আরেকজন জানত না। একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে দুজনেই একসঙ্গে ডুবে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা বলছেন। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
পদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১১ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
২০ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
২২ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
৪২ মিনিট আগে