গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় এক গর্ভবতী গৃহবধূকে হত্যার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নিহতের স্বামী ধামুর গ্রামের মমিনুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম (২২) ও শাশুড়ি হাফেজা বেগম (৩৭)।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লহ্মিটারী ইউনিয়নের আনুর বাজার এলাকার আসাদুল ইসলামের মেয়ে আশামনির (১৩) সঙ্গে প্রায় ৮ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় হাফিজুল ইসলামের। এরই মধ্যে আশামনি ৪ মাসের গর্ভধারণ করে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাশুড়ি ও স্বামী আশামনিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। আশামনির বাবা-মা গার্মেন্টসকর্মী হওয়ায় তাঁরা যৌতুকের দাবি মেটাতে অপারগতা প্রকাশ করেন। এতে আশামনির ওপর নির্যাতন আরও বেড়ে যায়। এ কারণে আজ সকালেও স্বামী হাফিজুল ও শাশুড়ি হাফেজা বেগম আশামনিকে বেদম মারধর করে। স্বামী ও শাশুড়ির অত্যাচার থেকে রেহাই পেতে আশামনি আত্মহত্যার পথ বেছে নেয়।
এ ঘটনায় আজ সকাল ১০টার দিকে আশামনি নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। এ সময় আশামনির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আশামনিকে বেদম মারধর করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখে মামলা করা হবে।
রংপুরের গঙ্গাচড়ায় এক গর্ভবতী গৃহবধূকে হত্যার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নিহতের স্বামী ধামুর গ্রামের মমিনুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম (২২) ও শাশুড়ি হাফেজা বেগম (৩৭)।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লহ্মিটারী ইউনিয়নের আনুর বাজার এলাকার আসাদুল ইসলামের মেয়ে আশামনির (১৩) সঙ্গে প্রায় ৮ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় হাফিজুল ইসলামের। এরই মধ্যে আশামনি ৪ মাসের গর্ভধারণ করে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাশুড়ি ও স্বামী আশামনিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। আশামনির বাবা-মা গার্মেন্টসকর্মী হওয়ায় তাঁরা যৌতুকের দাবি মেটাতে অপারগতা প্রকাশ করেন। এতে আশামনির ওপর নির্যাতন আরও বেড়ে যায়। এ কারণে আজ সকালেও স্বামী হাফিজুল ও শাশুড়ি হাফেজা বেগম আশামনিকে বেদম মারধর করে। স্বামী ও শাশুড়ির অত্যাচার থেকে রেহাই পেতে আশামনি আত্মহত্যার পথ বেছে নেয়।
এ ঘটনায় আজ সকাল ১০টার দিকে আশামনি নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। এ সময় আশামনির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আশামনিকে বেদম মারধর করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখে মামলা করা হবে।
বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
৯ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
১২ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২২ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের ছেলে রেজাউন-উল হক তরঙ্গকে (২৭) অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। আজ সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে মুক্তি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে