ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না নৌকার কর্মী সমর্থকেরা। তারা স্থগিত ভোট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা ও প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) পদত্যাগের দাবিতে ফুলছড়ি উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নৌকার কর্মী সমর্থকেরা দলে দলে ফুলছড়ি উপজেলা পরিষদের সামনে সড়কে এসে অবস্থান নেয়। এ সময় তারা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিল নিয়ে তারা ফুলছড়ি-গাইবান্ধা সড়কের উপজেলা পরিষদের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে। এ সময় নেতা কর্মীরা নির্বাচন কমিশনের ভোট স্থগিতের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
অবরোধ চলাকালে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা শালু, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশসহ অনেকে।
বক্তারা বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ভোটের কোনো অনিয়মের খবর না জানলেও ঢাকা থেকে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোট বন্ধ ঘোষণা করেছেন। কাকে খুশি করতে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে তা খতিয়ে দেখা দরকার।
এ সময় বক্তারা স্থগিত ভোট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি করেন।
আরও পড়ুন:
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না নৌকার কর্মী সমর্থকেরা। তারা স্থগিত ভোট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা ও প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) পদত্যাগের দাবিতে ফুলছড়ি উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নৌকার কর্মী সমর্থকেরা দলে দলে ফুলছড়ি উপজেলা পরিষদের সামনে সড়কে এসে অবস্থান নেয়। এ সময় তারা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিল নিয়ে তারা ফুলছড়ি-গাইবান্ধা সড়কের উপজেলা পরিষদের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে। এ সময় নেতা কর্মীরা নির্বাচন কমিশনের ভোট স্থগিতের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
অবরোধ চলাকালে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা শালু, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশসহ অনেকে।
বক্তারা বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ভোটের কোনো অনিয়মের খবর না জানলেও ঢাকা থেকে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোট বন্ধ ঘোষণা করেছেন। কাকে খুশি করতে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে তা খতিয়ে দেখা দরকার।
এ সময় বক্তারা স্থগিত ভোট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি করেন।
আরও পড়ুন:
সিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১০ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
১৪ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
২৬ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে