পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়োগ–বাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তাঁদের বিচার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এলাকাবাসী গণ-আবেদন করেছে।
উপজেলার জাবরহাট হেমচন্দ্র উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন এবং প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ মালাকারের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০৭ জন এলাকাবাসী গণ-আবেদন করেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, জাবরহাট হেমচন্দ্র দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি যোগসাজশ করে বিদ্যালয়টির লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো, বিদ্যালয়ের কমনরুম ও গ্যারেজ নির্মাণের নামে প্রকল্প তৈরি করে কোনো কাজ না করেই প্রকল্পের সব টাকা পকেটস্থ করা হয়। বিধিবহির্ভূতভাবে বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ বিক্রি করে প্রায় ৩ লাখ এবং সরকারি বরাদ্দের ৩ লাখ, বিদ্যালয়ের জমি লিজ ও দোকানঘর ভাড়ার জমানো প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়। তা ছাড়া বিদ্যালয়ের ল্যাব. সহকারী, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও পিয়ন পদে নিজেদের লোক নিয়োগ দিয়ে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
অভিযোগ বিষয়ে জাবরহাট হেমচন্দ্র দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ মালাকারের মতামত জানতে তাঁর মোবাইল ফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, ‘আমি কোনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত নই। আমি যত দিন ছিলাম বিদ্যালয়ের উন্নয়ন করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কেউ অভিযোগ করে থাকলে অভিযোগ বিষয়ে তদন্ত হোক। যদি অপরাধী হয়ে থাকি তাহলে বিচার হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়োগ–বাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তাঁদের বিচার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এলাকাবাসী গণ-আবেদন করেছে।
উপজেলার জাবরহাট হেমচন্দ্র উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন এবং প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ মালাকারের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০৭ জন এলাকাবাসী গণ-আবেদন করেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, জাবরহাট হেমচন্দ্র দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি যোগসাজশ করে বিদ্যালয়টির লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো, বিদ্যালয়ের কমনরুম ও গ্যারেজ নির্মাণের নামে প্রকল্প তৈরি করে কোনো কাজ না করেই প্রকল্পের সব টাকা পকেটস্থ করা হয়। বিধিবহির্ভূতভাবে বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ বিক্রি করে প্রায় ৩ লাখ এবং সরকারি বরাদ্দের ৩ লাখ, বিদ্যালয়ের জমি লিজ ও দোকানঘর ভাড়ার জমানো প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়। তা ছাড়া বিদ্যালয়ের ল্যাব. সহকারী, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও পিয়ন পদে নিজেদের লোক নিয়োগ দিয়ে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
অভিযোগ বিষয়ে জাবরহাট হেমচন্দ্র দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ মালাকারের মতামত জানতে তাঁর মোবাইল ফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, ‘আমি কোনো অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত নই। আমি যত দিন ছিলাম বিদ্যালয়ের উন্নয়ন করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কেউ অভিযোগ করে থাকলে অভিযোগ বিষয়ে তদন্ত হোক। যদি অপরাধী হয়ে থাকি তাহলে বিচার হবে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
৬ মিনিট আগেপুরোনো প্রকল্পের ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে দাতা সংস্থার ‘প্রেসক্রিপশনের’ অন্ধ অনুসরণে নতুন প্রকল্প নেওয়া অপরিণামদর্শী ও সরকারি অর্থের শ্রাদ্ধ হবে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে আয়কর আদায় সহজ ও কর ফাঁকি রোধে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার
৬ মিনিট আগেনোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপান করেছেন। হাসপাতালে নেওয়ার পর স্ত্রীর মৃত্যু হয়। গতকাল বুধবার সন্ধ্যায় বজরা হাসপাতালে মারা যান ফাতেমা আক্তার (২৭)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আব্দুর রহিম (৩২)। তাঁদের বাড়ি পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড...
১ ঘণ্টা আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে