Ajker Patrika

তিস্তায় নৌকাডুবি: এখনো নিখোঁজ ৬ জন, চলছে উদ্ধার অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৪, ১৪: ০৪
তিস্তায় নৌকাডুবি: এখনো নিখোঁজ ৬ জন, চলছে উদ্ধার অভিযান

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে তিস্তা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় এক শিশুর লাশ ও ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই পরিবারের তিন সদস্যসহ নিখোঁজ রয়েছে অন্তত ছয়জন। তাদের সন্ধানে দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার সকাল থেকে তিস্তায় উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গতকাল বুধবার সন্ধ্যার দিকে বজরা ইউনিয়নের খামারদামার হাট এলাকার মাঝের চরের কাছে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় নারী ও শিশুসহ ২৫ জন যাত্রী ছিল বলে উদ্ধার যাত্রীদের দেওয়া তথ্য থেকে জানা গেছে।

উদ্ধার যাত্রীদের কয়েকজন জানান, উলিপুরের বজরা পুরান বাজার এলাকায় দাওয়াত খাওয়া শেষে তাঁরা তিস্তা নৌপথে রংপুরের পীরগাছা এলাকার পাওটানা গাবুরারচর গ্রামের উদ্দেশে ফিরছিলেন। এ সময় বজরা ইউনিয়নের খামারদামার হাট মাঝের চরের কাছে নৌকাটি ডুবে যায়। গতকাল বুধবার রাত পর্যন্ত ১৮ জনকে জীবিত এবং আয়শা নামে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ছয়জন।

উদ্ধার অভিযান সূত্রে জানা গেছে, নিখোঁজদের মধ্যে নৌকার যাত্রী আনিছুর রহমান ও তাঁর স্ত্রী রূপালি এবং তাঁদের এক সন্তান রয়েছে। অপর তিনজনও শিশু বলে নৌকায় থাকা যাত্রীদের বরাতে জানা গেছে।

বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মহুবর রহমান বলেন, ‘নিখোঁজদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে। বাকিরাও শিশু বলে জানতে পেরেছি।’

নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া আনোয়ার নামের এক যাত্রী বলেন, ‘আমরা বজরা থেকে দাওয়াত খেয়ে গাবুরারচরে ফিরছিলাম। নৌকায় শিশুসহ ২৫-২৬ জন ছিলাম। এ সময় নদীতে একটি বড় ঢেউ ওঠে। মাঝি ওই ঢেউয়ের মধ্যে হঠাৎ নৌকা ঘোরানোর চেষ্টা করলে নৌকা ডুবে যায়। অনেকে উদ্ধার হলেও এখনো ছয়-সাতজন নিখোঁজ আছে।’

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, ‘নৌকাডুবির ঘটনার পর এক শিশুর লাশ ও ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা যাত্রীদের দেওয়া তথ্যমতে, একই পরিবারের তিনজনসহ এখনো ছয় যাত্রী নিখোঁজ আছে। উদ্ধার অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত