বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
গত বছরের জুন-জুলাই মাসে বরাদ্দ পাওয়া সাইকেল হস্তান্তর না করে অফিসে রেখে নষ্ট করার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন আগে বরাদ্দ পাওয়া সাইকেল কেন হস্তান্তর করা হয়নি, সে বিষয়ে সঠিক কোনো উত্তর দিতে পারেননি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক।
তবে আগের ইউএনও বদলি হওয়ার কারণে বাইসাইকেলগুলো হস্তান্তর করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটারদের জন্য গত বছরের জুন-জুলাই মাসে সাইকেল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বিগত ১৭ মাসেও সাইকেল হস্তান্তর করা হয়নি। দীর্ঘদিন ধরে সাইকেল হস্তান্তর না করে অফিসে ফেলে রাখায় নষ্ট হতে শুরু করেছে। এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি গত ২৩ নভেম্বর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় স্থানীয় সাংবাদিক রমজান আলী কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের অনিয়ম তুলে ধরে বক্তব্য দেন।
পরবর্তী সময়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে দ্রুত সাইকেলগুলো হস্তান্তরের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী গত রোববার রাতে ইউএনওর হস্তক্ষেপে জেন্ডার প্রমোটার সোহেল রানা ও নাসিমা আক্তারের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।
সাইকেল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সোহেল রানা ও নাসিমা আক্তার বলেন, ইউএনওর হস্তক্ষেপে গত রোববার রাতে বরাদ্দকৃত দুটি সাইকেল হস্তান্তর করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে সাইকেলগুলো পড়ে থাকায় নষ্ট হতে শুরু করেছে। সেগুলো মেরামত করেই ব্যবহার করতে হবে।
এ বিষয়ে ইউএনও বিপুল কুমার বলেন, ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ প্রকল্প বাংলাদেশের জন্য দৃষ্টান্তমূলক হয়ে থাকবে বলে প্রত্যাশা করছি।’
গত বছরের জুন-জুলাই মাসে বরাদ্দ পাওয়া সাইকেল হস্তান্তর না করে অফিসে রেখে নষ্ট করার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন আগে বরাদ্দ পাওয়া সাইকেল কেন হস্তান্তর করা হয়নি, সে বিষয়ে সঠিক কোনো উত্তর দিতে পারেননি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক।
তবে আগের ইউএনও বদলি হওয়ার কারণে বাইসাইকেলগুলো হস্তান্তর করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটারদের জন্য গত বছরের জুন-জুলাই মাসে সাইকেল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বিগত ১৭ মাসেও সাইকেল হস্তান্তর করা হয়নি। দীর্ঘদিন ধরে সাইকেল হস্তান্তর না করে অফিসে ফেলে রাখায় নষ্ট হতে শুরু করেছে। এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি গত ২৩ নভেম্বর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় স্থানীয় সাংবাদিক রমজান আলী কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের অনিয়ম তুলে ধরে বক্তব্য দেন।
পরবর্তী সময়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে দ্রুত সাইকেলগুলো হস্তান্তরের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী গত রোববার রাতে ইউএনওর হস্তক্ষেপে জেন্ডার প্রমোটার সোহেল রানা ও নাসিমা আক্তারের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।
সাইকেল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সোহেল রানা ও নাসিমা আক্তার বলেন, ইউএনওর হস্তক্ষেপে গত রোববার রাতে বরাদ্দকৃত দুটি সাইকেল হস্তান্তর করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে সাইকেলগুলো পড়ে থাকায় নষ্ট হতে শুরু করেছে। সেগুলো মেরামত করেই ব্যবহার করতে হবে।
এ বিষয়ে ইউএনও বিপুল কুমার বলেন, ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ প্রকল্প বাংলাদেশের জন্য দৃষ্টান্তমূলক হয়ে থাকবে বলে প্রত্যাশা করছি।’
মূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় চালকেরা বিক্ষোভ করলে মারধরের শিকার হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে...
২৬ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১ ঘণ্টা আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
২ ঘণ্টা আগে