বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে দুজন মারা গেছে। নিহতরা দুই বন্ধু।
আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ট্যাক্সেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত দুজনের মধ্যে একজনের নাম আশিক (১৩)। সে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকার মাথা ধনতোলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। অপরজনের নাম নাইম হোসেন (১৪)। সে উপজেলার বালাপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সরকার।
তিনি জানান, উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে দুটি মোটরসাইকেলে চারজন বন্ধু দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তাদের সামনে ব্যাটারিচালিত একটি চার্জার ভ্যান ছিল। তারা পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে নাইমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আশিককে বদরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। এ ঘটনায় রিপন (১৬) ও লিপ্তসহ (১৫) তিনজন আরোহী আহত হয়েছে।
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সরকার জানান, দুই বন্ধুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
রংপুরের বদরগঞ্জে ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে দুজন মারা গেছে। নিহতরা দুই বন্ধু।
আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ট্যাক্সেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত দুজনের মধ্যে একজনের নাম আশিক (১৩)। সে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকার মাথা ধনতোলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। অপরজনের নাম নাইম হোসেন (১৪)। সে উপজেলার বালাপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সরকার।
তিনি জানান, উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে দুটি মোটরসাইকেলে চারজন বন্ধু দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তাদের সামনে ব্যাটারিচালিত একটি চার্জার ভ্যান ছিল। তারা পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে নাইমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আশিককে বদরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। এ ঘটনায় রিপন (১৬) ও লিপ্তসহ (১৫) তিনজন আরোহী আহত হয়েছে।
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সরকার জানান, দুই বন্ধুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতদল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।
২৯ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।
৩৭ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে শুরু হয়েছে পাথর লুটপাট। বুধবার সকালেও দেখা গেছে কয়েকশ বারকি নৌকায় করে চলেছে পাথর উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এই অনন্য স্থান।
৪২ মিনিট আগেসাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
২ ঘণ্টা আগে