মানুষকে বিভ্রান্ত করাই স্বাধীনতার বিপক্ষ শক্তির মূল কাজ: রংপুরে মুক্তিযুদ্ধমন্ত্রী

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৩৮
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৪৮

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘নির্বাচনের সময় মানুষকে বিভ্রান্ত করা ও মিথ্যাচার করাই স্বাধীনতার বিপক্ষ শক্তির মূল কাজ। আমার বিশ্বাস, তারা যত অপপ্রচারই করুক, স্বাধীনতার পক্ষ শক্তি তাতে বিভ্রান্ত হবে না।’

আজ শুক্রবার সকালে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের ইতিহাস’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক। সেখানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরের মধ্যে ২৯ বছর জিয়া, এরশাদ, খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন। আর বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর ও তাঁর উত্তরাধিকার ১৯ বছর মিলে মোট সাড়ে ২২ বছর ক্ষমতায়। আমাদের সাড়ে ২২ বছরের সঙ্গে তাদের ২৯ বছর তুলনা করলে মানুষ বুঝবে যে তারা ক্ষমতায় থেকে এ দেশকে অকার্যকর, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা করেছে।’

এর আগে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে মুজিব গ্যালারি উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, মেট্রোপলিটন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত