রংপুরে করতোয়া চরের ঝোপে মিলল শিশুর লাশ, পুকুরে নারীর

রংপুর প্রতিনিধি
Thumbnail image

রংপুরের পীরগঞ্জে নিখোঁজ হওয়ার এক দিন পর করতোয়া নদীচরের ঝোপ থেকে মোতালেব হোসেন (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে গতকাল মঙ্গলবার রাতে তারাগঞ্জের একটি পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের করতোয়া নদীর তীর ঘেঁষা মাটিয়ালপাড়া গ্রামের রাজা মিয়ার পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে মোতালেব হোসেন গতকাল মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল। আজ বুধবার সকাল ৭টার দিকে গ্রামের আপেল নামের এক ব্যক্তি করতোয়ার চরে ঘাস কাটতে গিয়ে ঝোপে তার লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, চর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বিনাপাড়ার সাইদার রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৫৫) মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে রাতে তাঁর লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। খবর দিলে রাত ১১টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে তারাগঞ্জ থানার ওসি ছিদ্দিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত