নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে দাবদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আজ বুধবার (২৪ এপ্রিল) সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে জেলায় তাপমাত্রার পারদ ৩৫ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সকালে সূর্য ওঠার পরই তীব্র রোদ, আর তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ যেন আগুনের ফুলকি হয়ে ঝরে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি জেলায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।’
চলমান দাবদাহে সবচেয়ে কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও কৃষকেরা। প্রচণ্ড গরমের কারণে ভাটাশ্রমিকেরা ইট তৈরি করতে পারছেন না।
শহরের রিকশাচালক আবু কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রচণ্ড গরমে কারণে দিনের বেলায় লোকজন বাইরে কম বের হওয়ায় আয় কমে গেছে। তা ছাড়া গরমে রিকশা চালানো কষ্ট। পাকা রাস্তা থেকে যেন আগুনের তেজ বের হচ্ছে। তাই গাছের তলায় বসে বারবার বিশ্রাম নিতে হচ্ছে।’
এদিকে প্রচণ্ড দাবদাহের কারণে নীলফামারী জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে খামারিদের বিশেষ নির্দেশনা প্রদান করছে। নির্দেশনার মধ্যে–খামারের টিনের চালায় পানি ছিটানো কিংবা চটের বস্তা ভিজে চালায় দেওয়া, দুপুরে গবাদিপশুকে খাবার না দেওয়া, টিকা বা কৃমির ট্যাবলেট সেবন থেকে বিরত থাকা, দুপুরে পশুদের গাছের ছায়ায় বা শীতল স্থানে রাখা এবং একাধিকবার গোসল করানো।
নীলফামারীতে দাবদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আজ বুধবার (২৪ এপ্রিল) সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে জেলায় তাপমাত্রার পারদ ৩৫ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সকালে সূর্য ওঠার পরই তীব্র রোদ, আর তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ যেন আগুনের ফুলকি হয়ে ঝরে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি জেলায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।’
চলমান দাবদাহে সবচেয়ে কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও কৃষকেরা। প্রচণ্ড গরমের কারণে ভাটাশ্রমিকেরা ইট তৈরি করতে পারছেন না।
শহরের রিকশাচালক আবু কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রচণ্ড গরমে কারণে দিনের বেলায় লোকজন বাইরে কম বের হওয়ায় আয় কমে গেছে। তা ছাড়া গরমে রিকশা চালানো কষ্ট। পাকা রাস্তা থেকে যেন আগুনের তেজ বের হচ্ছে। তাই গাছের তলায় বসে বারবার বিশ্রাম নিতে হচ্ছে।’
এদিকে প্রচণ্ড দাবদাহের কারণে নীলফামারী জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে খামারিদের বিশেষ নির্দেশনা প্রদান করছে। নির্দেশনার মধ্যে–খামারের টিনের চালায় পানি ছিটানো কিংবা চটের বস্তা ভিজে চালায় দেওয়া, দুপুরে গবাদিপশুকে খাবার না দেওয়া, টিকা বা কৃমির ট্যাবলেট সেবন থেকে বিরত থাকা, দুপুরে পশুদের গাছের ছায়ায় বা শীতল স্থানে রাখা এবং একাধিকবার গোসল করানো।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৫ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে