Ajker Patrika

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১: ২৩
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অবশ্য গত কয়েক দিনের তুলানায় এখানে তাপমাত্রা বেড়েছে। কুয়াশা কিছুটা কমেছে, তবে সকাল ১০টা পার হলেও দেখা মেলেনি সূর্যের। প্রাথমিকের পাঠদান বন্ধ থাকলেও খোলা রয়েছে মাধ্যমিক বিদ্যালয়।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

সরেজমিনে দেখা যায়, রাতের বেলা কনকনে শীত থাকলেও কিছুটা কেটেছে ঘন কুয়াশা। তাপমাত্রা কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। 

ভজনপুর এলাকার ভ্যানচালক আজিজুল ইসলাম, শীতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আগের মতো কাজ করতে না পারায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজ মঙ্গলবার সকাল ৬ ও ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত