নীলফামারী প্রতিনিধি
ইভ টিজিংকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার কলেজ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও কলেজের শিক্ষার্থীরা জানায়, কয়েকজন বখাটে কলেজ গেটের পাশে একটি চায়ের দোকানে বসে মেয়ে শিক্ষার্থীদের ইভ টিজিং করে আসছিল। এ ঘটনা জানতে পেয়ে কলেজের অন্য শিক্ষার্থীরা চায়ের দোকান উচ্ছেদ করতে যায়। এ সময় দোকানদার ও স্থানীয়দের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এক জোট হয়ে কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তখন শিক্ষার্থীরাও তাদের পাল্টা ধাওয়া দেয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।
আহত শিক্ষার্থী মেরাজ, মহিব ও আদনান জানান, ইভ টিজিং নিয়ে এক মাস আগেই দোকানদারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি কোনো কর্ণপাতই করেনি। আজকে আবারও যখন আমাদের দুজন সহপাঠীকে উত্ত্যক্ত করা হয়, তখন আমরা গিয়ে বিষয়টি জানতে চাই। দোকানদারসহ বখাটেরা আমাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে।
দোকান মালিক আতিয়ার রহমান জানান, তিনি দীর্ঘ ১৫ বছর থেকে সেখানে চায়ের দোকান করছেন। ইভটিজিংয়ের কোনো ঘটনা ঘটেনি। ছাত্ররা হঠাৎ করে এসে তার দোকানের বেঞ্চ-টেবিল ও খাবারের পণ্যগুলো রাস্তায় ফেলে দেয়। এ সময় স্থানীয় লোকজন বাধা দিয়েছেন।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজ গেটের পাশে ওই দোকানে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। তা ছাড়া বখাটেরা ওই দোকানে বসে মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে।
আজ দুপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করায় শিক্ষার্থীরা দোকানদারকে অন্যত্র যাওয়ার কথা বললে স্থানীয় বখাটে যুবকেরা ছাত্রদের ওপর হামলা চালায়। এ সময় কলেজের তিন শিক্ষার্থীকে আটক করলে উত্তেজনা বৃদ্ধি পায়। পরে প্রতিষ্ঠান থেকে শিক্ষকেরা গিয়ে আটক ছাত্রদের উদ্ধার করে কলেজে নিয়ে আসে।’
সৈয়দপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। পরে কলেজের হলরুমে স্থানীয় ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বিষয়টি সমাধান হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজের সামনে ফুটপাতে গড়ে ওঠা চায়ের দোকানটি সরিয়ে দেওয়া হয়।’
ইভ টিজিংকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার কলেজ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও কলেজের শিক্ষার্থীরা জানায়, কয়েকজন বখাটে কলেজ গেটের পাশে একটি চায়ের দোকানে বসে মেয়ে শিক্ষার্থীদের ইভ টিজিং করে আসছিল। এ ঘটনা জানতে পেয়ে কলেজের অন্য শিক্ষার্থীরা চায়ের দোকান উচ্ছেদ করতে যায়। এ সময় দোকানদার ও স্থানীয়দের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এক জোট হয়ে কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তখন শিক্ষার্থীরাও তাদের পাল্টা ধাওয়া দেয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।
আহত শিক্ষার্থী মেরাজ, মহিব ও আদনান জানান, ইভ টিজিং নিয়ে এক মাস আগেই দোকানদারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি কোনো কর্ণপাতই করেনি। আজকে আবারও যখন আমাদের দুজন সহপাঠীকে উত্ত্যক্ত করা হয়, তখন আমরা গিয়ে বিষয়টি জানতে চাই। দোকানদারসহ বখাটেরা আমাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে।
দোকান মালিক আতিয়ার রহমান জানান, তিনি দীর্ঘ ১৫ বছর থেকে সেখানে চায়ের দোকান করছেন। ইভটিজিংয়ের কোনো ঘটনা ঘটেনি। ছাত্ররা হঠাৎ করে এসে তার দোকানের বেঞ্চ-টেবিল ও খাবারের পণ্যগুলো রাস্তায় ফেলে দেয়। এ সময় স্থানীয় লোকজন বাধা দিয়েছেন।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজ গেটের পাশে ওই দোকানে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। তা ছাড়া বখাটেরা ওই দোকানে বসে মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে।
আজ দুপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করায় শিক্ষার্থীরা দোকানদারকে অন্যত্র যাওয়ার কথা বললে স্থানীয় বখাটে যুবকেরা ছাত্রদের ওপর হামলা চালায়। এ সময় কলেজের তিন শিক্ষার্থীকে আটক করলে উত্তেজনা বৃদ্ধি পায়। পরে প্রতিষ্ঠান থেকে শিক্ষকেরা গিয়ে আটক ছাত্রদের উদ্ধার করে কলেজে নিয়ে আসে।’
সৈয়দপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। পরে কলেজের হলরুমে স্থানীয় ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বিষয়টি সমাধান হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজের সামনে ফুটপাতে গড়ে ওঠা চায়ের দোকানটি সরিয়ে দেওয়া হয়।’
ঢাকার কেরানীগঞ্জ থেকে ডিবি পরিচয়ে অপহরণের দুদিন পর পটুয়াখালীর এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে কেরানীগঞ্জের দোলেশ্বরপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে।
৫ মিনিট আগেঘড়ির কাঁটায় বেলা সাড়ে ১১টা। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথনে অংশ নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর থানা মডেল পাইলট বিদ্যালয়ে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিত
৭ মিনিট আগেপুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের পরিবারের সদস্যরা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাক্ষাৎ করেন মেজর সিনহার মা, বোনসহ কয়েকজন।
২৫ মিনিট আগেসীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুজন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
৩২ মিনিট আগে