নীলফামারী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
এই আবহাওয়ার কারণে সকাল ৮টার দুটি ফ্লাইট অবতরণে দেরি হয়। প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ দুটি ফ্লাইটের ঢাকাগামী প্রায় শতাধিক যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছিল। তবে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম আজকের পত্রিকাকে বলেন, রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। সকাল সাড়ে ১০টার দিকে প্রয়োজনীয় দৃষ্টিসীমা থাকায় উড়োজাহাজ ওঠানামা শুরু হয়। এর আগে সকাল ৬টার দিকে রানওয়ে এলাকায় মাত্র ৫০ মিটার, সকাল ৮টায় ২০০ মিটার এবং সকাল ৯টায় ৪০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করে।
তিনি জানান, শুক্রবার সর্বনিম্ন এ অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার জন্য সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুটি ফ্লাইট শিডিউল মোতাবেক অবতরণ করতে পারেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফ্লাইটগুলো বিলম্বে অবতরণ করেছে। শীতের এ সময় বৈরী আবহাওয়ার কারণে প্রায় এমনটি ঘটে।
ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে রানওয়ে।
এই আবহাওয়ার কারণে সকাল ৮টার দুটি ফ্লাইট অবতরণে দেরি হয়। প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ দুটি ফ্লাইটের ঢাকাগামী প্রায় শতাধিক যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছিল। তবে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল হয়নি বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম আজকের পত্রিকাকে বলেন, রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। সকাল সাড়ে ১০টার দিকে প্রয়োজনীয় দৃষ্টিসীমা থাকায় উড়োজাহাজ ওঠানামা শুরু হয়। এর আগে সকাল ৬টার দিকে রানওয়ে এলাকায় মাত্র ৫০ মিটার, সকাল ৮টায় ২০০ মিটার এবং সকাল ৯টায় ৪০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করে।
তিনি জানান, শুক্রবার সর্বনিম্ন এ অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার জন্য সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুটি ফ্লাইট শিডিউল মোতাবেক অবতরণ করতে পারেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফ্লাইটগুলো বিলম্বে অবতরণ করেছে। শীতের এ সময় বৈরী আবহাওয়ার কারণে প্রায় এমনটি ঘটে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যত রকম আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়, তা-ই করছে সরকার।
৪ মিনিট আগেঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
১৮ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
২২ মিনিট আগে