রংপুর ও বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ার লাল চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্নার নির্দেশে আজ সোমবার ওই কমিটি গঠন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া।
কমিটির প্রধান করা হয় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন নাহারকে। এতে সদস্য করা হয় আরেক সহকারী শিক্ষা কর্মকর্তা আলি ইমরানকে। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত ১০ আগস্ট বিকেলে উপজেলার লাল চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে। এ ঘটনায় ওই দিনই ছাত্রীর বাবা মুজাহিদুলের বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার ৫ দিন পর পুলিশ অভিযোগটি থানায় মামলা হিসেবে নথিভুক্ত করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি সাজানো। মুজাহিদুল যৌন নিপীড়নের সঙ্গে জড়িত নয়। থানায় মামলা হওয়ায় মুজাহিদুল আর স্কুলে আসছে না। মুজাহিদুল ছুটিতে আছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ঘটনায় ইউএনও মহোদয়ের নির্দেশে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে পেলে ওই অফিস সহায়কের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘আসামিকে ধরার চেষ্টা চলছে। গা ঢাকা দেওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।’
রংপুরের গঙ্গাচড়ার লাল চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্নার নির্দেশে আজ সোমবার ওই কমিটি গঠন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া।
কমিটির প্রধান করা হয় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন নাহারকে। এতে সদস্য করা হয় আরেক সহকারী শিক্ষা কর্মকর্তা আলি ইমরানকে। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত ১০ আগস্ট বিকেলে উপজেলার লাল চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে। এ ঘটনায় ওই দিনই ছাত্রীর বাবা মুজাহিদুলের বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার ৫ দিন পর পুলিশ অভিযোগটি থানায় মামলা হিসেবে নথিভুক্ত করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি সাজানো। মুজাহিদুল যৌন নিপীড়নের সঙ্গে জড়িত নয়। থানায় মামলা হওয়ায় মুজাহিদুল আর স্কুলে আসছে না। মুজাহিদুল ছুটিতে আছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ঘটনায় ইউএনও মহোদয়ের নির্দেশে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে পেলে ওই অফিস সহায়কের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘আসামিকে ধরার চেষ্টা চলছে। গা ঢাকা দেওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।’
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করেছেন তারা। এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।
৩ মিনিট আগেসিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সদ্য সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক আদালত প্রাঙ্গণে জনরোষের শিকার হয়েছেন। তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তিনি সিসিক ৩ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর।
৮ মিনিট আগেবাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. ওসমান গনি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগেবাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
২ ঘণ্টা আগে