রংপুর প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে রংপুরের তারাগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাকার পুল এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর গ্রামে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় রংপুরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকচালকসহ ১০ জন আহত হয়। স্থানীয় ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পাকারপুল এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের ওপর দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি পড়ে আছে। পাশেই আরেকটি পিকআপ খালে পড়ে গেছে। সংঘর্ষের শিকার নাবিল পরিবহনটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে।
হাজীপুর গ্রামের বাসিন্দা নালু মিয়া বলেন, মধ্যরাতে যখন বিকট শব্দ হয়, বাড়ি থেকে বের হয়ে সড়কের দিকে ছুটে আসি। আমার সঙ্গে গ্রামের আরও কয়েকজন আসে। এত কুয়াশা যে পাশাপাশি হাঁটছিলাম, তবু কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কয়েক দিন ধরে এই সড়কে দুর্ঘটনা লেগেই আছে।
পাকারপুল এলাকায় কথা হয় ট্রাকচালক আশরাফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, গত তিন দিন ধরে অনেক কুয়াশা। সড়কে দুই হাত আগে কী আছে দেখা যায় না। এমন কুয়াশা থাকলে গাড়ি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে। গতি কম রেখে গাড়ি চালালেও দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনাকবলিত ট্রাক দেখতে আসা বামনদীঘি গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান বলেন, শীতের সময় মহাসড়কের এই অংশে খুবই দুর্ঘটনা ঘটে। কয়েক দিন ধরে বিকেল হলেই খুব কুয়াশা পড়ছে। সন্ধ্যার পর তো সড়কে কিছু দেখা যায় না। এখন বেলা সাড়ে ১০টা বাজে, ২০ হাত দূরে কী আছে বোঝা যাচ্ছে না। কুয়াশার কারণে দুর্ঘটনা বাড়ছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গতকালের যে দুর্ঘটনা ঘটে তা ঘন কুয়াশার কারণে হয়েছে। গাড়ির গতি কম ছিল বলে প্রাণহানি হয়নি। তবে রংপুর থেকে সৈয়দপুর পর্যন্ত মহাসড়ক সংকীর্ণ হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনা রোধে সড়কের এ অংশ খুব দ্রুত দুই লেন থেকে চার লেনে উন্নীত করা দরকার।
ঘন কুয়াশার কারণে রংপুরের তারাগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাকার পুল এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর গ্রামে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় রংপুরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকচালকসহ ১০ জন আহত হয়। স্থানীয় ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পাকারপুল এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের ওপর দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি পড়ে আছে। পাশেই আরেকটি পিকআপ খালে পড়ে গেছে। সংঘর্ষের শিকার নাবিল পরিবহনটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে।
হাজীপুর গ্রামের বাসিন্দা নালু মিয়া বলেন, মধ্যরাতে যখন বিকট শব্দ হয়, বাড়ি থেকে বের হয়ে সড়কের দিকে ছুটে আসি। আমার সঙ্গে গ্রামের আরও কয়েকজন আসে। এত কুয়াশা যে পাশাপাশি হাঁটছিলাম, তবু কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কয়েক দিন ধরে এই সড়কে দুর্ঘটনা লেগেই আছে।
পাকারপুল এলাকায় কথা হয় ট্রাকচালক আশরাফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, গত তিন দিন ধরে অনেক কুয়াশা। সড়কে দুই হাত আগে কী আছে দেখা যায় না। এমন কুয়াশা থাকলে গাড়ি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে। গতি কম রেখে গাড়ি চালালেও দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনাকবলিত ট্রাক দেখতে আসা বামনদীঘি গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান বলেন, শীতের সময় মহাসড়কের এই অংশে খুবই দুর্ঘটনা ঘটে। কয়েক দিন ধরে বিকেল হলেই খুব কুয়াশা পড়ছে। সন্ধ্যার পর তো সড়কে কিছু দেখা যায় না। এখন বেলা সাড়ে ১০টা বাজে, ২০ হাত দূরে কী আছে বোঝা যাচ্ছে না। কুয়াশার কারণে দুর্ঘটনা বাড়ছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গতকালের যে দুর্ঘটনা ঘটে তা ঘন কুয়াশার কারণে হয়েছে। গাড়ির গতি কম ছিল বলে প্রাণহানি হয়নি। তবে রংপুর থেকে সৈয়দপুর পর্যন্ত মহাসড়ক সংকীর্ণ হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনা রোধে সড়কের এ অংশ খুব দ্রুত দুই লেন থেকে চার লেনে উন্নীত করা দরকার।
রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।
৫ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে শুরু হয়েছে পাথর লুটপাট। বুধবার সকালেও দেখা গেছে কয়েকশ বারকি নৌকায় করে চলেছে পাথর উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এই অনন্য স্থান।
১০ মিনিট আগেসাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
১ ঘণ্টা আগেপুরোনো প্রকল্পের ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে দাতা সংস্থার ‘প্রেসক্রিপশনের’ অন্ধ অনুসরণে নতুন প্রকল্প নেওয়া অপরিণামদর্শী ও সরকারি অর্থের শ্রাদ্ধ হবে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে আয়কর আদায় সহজ ও কর ফাঁকি রোধে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার
১ ঘণ্টা আগে