শেখ হাসিনা ক্ষমতার লোভে আ.লীগের ভবিষ্যৎ বিসর্জন দিয়েছেন: সারজিস আলম

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি 
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১: ১৪
পুরস্কার বিতরণী ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা ক্ষমতার লোভে আওয়ামী লীগের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করেছেন।

নীলফামারীর সৈয়দপুরে মহান বিজয় দিবস ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। স্থানীয় ফাইভ স্টার মাঠে, সৈয়দপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সারজিস আলম বলেছেন, ‘শেখ হাসিনা নিজের ক্ষমতার লোভেই আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের ভবিষ্যৎ বিসর্জন দিয়েছেন। সেই কারণেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে হাসিনার এমন পরিণতি হয়েছে। যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে তিনি আর বাংলাদেশে পা রাখবেন না।’

সারজিস আলম আরও বলেন, ‘সামনে আমাদের লড়াই ও সংগ্রাম আরও কঠিন এবং দীর্ঘ হবে। এ জন্য আমরা আমাদের বিবেকবোধকে দল, গোষ্ঠী কিংবা ব্যক্তির কাছে বিক্রি না করি। রাষ্ট্রকে সংস্কার কিংবা আমাদের দেশকে এগিয়ে নিতে হলে নিজদের বদলাতে হবে। আমাদের বিবেককে জাগ্রত করতে হবে।’

সারজিস আলম সৈয়দপুরবাসীর উদ্দেশে বলেন, ‘যদি আগামীতে বাংলাদেশে আরও দু–একটি জেলা বৃদ্ধি পায় তাহলে যাতে সৈয়দপুরকে জেলা করা হবে। এ জন্য প্রয়োজনে আমার যেখানে যেতে হবে আমি সেখানেই যাব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুর এর সদস্য জাবেদ আত্তারী। সৈয়দপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. সাকিব হোসেন সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন—সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার, বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন বেগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মো. রেদোয়ান ইসলাম প্রমুখ।

এ সময় সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে সৈয়দপুরের নিহত সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর হোসেন, জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার আমীর মো. শরফুদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ লাখ ডলার পাচারের তথ্য না দিয়ে জরিমানা গুনল ব্র্যাক ব্যাংক

চীনের পর এবার ব্রহ্মপুত্রে বাঁধ দিতে চায় ভারতও, সংকটে পড়বে ভাটির বাস্তুতন্ত্র

‘৫৪ বছর আগের একটি সংবিধান আমাদের ভাবনাকে থামিয়ে দিবে—এটা মানতে রাজি না’

নিষিদ্ধ না হলে আ.লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

জানি না ৩১ ডিসেম্বর ছাত্ররা কী ঘোষণা দেবে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত