আনিসুল হক জুয়েল, দিনাজপুর
দিনাজপুরের বিরল উপজেলায় ‘কালো সোনা’খ্যাত শীতকালীন পেঁয়াজের বীজ উৎপাদন করে সফলতা পেয়েছেন তরুণ মিলন ইসলাম ও তাঁর প্রতিবেশী মামা কলিনীকান্ত রায়। প্রথম দুই বছরের সাফল্যের ধারাবাহিকতায় চলতি বছরেও সাড়ে পাঁচ একর জমিতে যৌথভাবে পেঁয়াজ বীজের আবাদ করেছেন তাঁরা।
বিরল উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বর্গাচাষি মনজুরুল ইসলামের সর্বকনিষ্ঠ সন্তান মিলন ইসলাম পড়াশোনার পাশাপাশি বাবাকে মাঠের কাজে সহায়তা করেন। ২০১৮ সালে এসএসসি পাসের পর অর্থের অভাবে মিলনের পড়াশোনা বন্ধ হয়ে যায়। মাঠে কাজের পাশাপাশি পিতার দুঃখ-দুর্দশা নিয়ে ভাবতে থাকেন। একদিন ইউটিউবে পেঁয়াজের বীজ উৎপাদন ও ভালো দামের বিষয়টি জানতে পেরে এ বীজ উৎপাদনের সিদ্ধান্ত নেন। কিন্তু তার এলাকায় পেঁয়াজের বীজ উৎপাদন না হওয়ায় কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না।
ঠিক এমন সময় উপজেলা কৃষি অফিস থেকে মসলাজাতীয় ফসল উৎপাদন বিষয়ে ট্রেনিংয়ে প্রশিক্ষণার্থী হিসেবে ডাক পড়ে তাঁর বাবার। বিষয়টি জানতে পেরে বাবার পরিবর্তে মিলন নিজেই প্রতিবেশী মামাকে সঙ্গে নিয়ে কর্মশালায় যোগ দেন। প্রশিক্ষণ পেয়ে চোখের সামনে সোনালি স্বপ্ন ভাসতে থাকলেও বাস্তবসম্মত জ্ঞান ও প্রয়োজনীয় অর্থের অভাবে কাজ শুরু করতে পারছিলেন না মিলন। কিন্তু তিনি থেমে থাকেননি। শুরুতে ঠাকুরগাঁও, পঞ্চগড়, ফরিদপুর, পাবনাসহ বেশ কয়েকটি জেলায় ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করেন। হাতে নগদ অর্থ না থাকায় প্রথমবার জমি বর্গা নিতে ও খরচ জোগান দিতে বাড়ির গরুও বিক্রি করে দেন তাঁরা। অনেক প্রচেষ্টার পরে উপজেলা কৃষি অফিসারের সহায়তায় ২০২২ সালে যৌথভাবে তাঁরা সাড়ে তিন একর জমি বর্গা নিয়ে প্রথমবারের মতো পেঁয়াজের বীজ উৎপাদন করেন। প্রথম বছরেই সাড়ে ৩ লাখ টাকা খরচ করে ১০ লাখ টাকার পেঁয়াজ বীজ বিক্রি করেন তাঁরা।
এদিকে পেঁয়াজের বীজ উৎপাদনে সচ্ছলতা ফেরায় আবারও পড়াশোনায় ফিরেছেন মিলন। বর্তমানে দিনাজপুর কাদের বক্স মেমোরিয়াল কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিলন বলেন, ‘পেঁয়াজবীজ চাষ করে প্রথম বছরেই ভালো লাভ পাই। ইতিমধ্যে লাভের টাকায় দেড় একর জমিও কিনেছি। চলতি মৌসুমে জিনিসপত্রের দাম বাড়ায় প্রতি একরে খরচ বেড়ে দাঁড়িয়েছে আড়াই লাখ টাকায়। এ বছর আবহাওয়া ভালো থাকায় একরে ৪০০ কেজি করে ফলন পাওয়ার আশা। বাজার ভালো থাকলে ৩০ থেকে ৩৫ লাখ টাকার বীজ উৎপন্ন হবে বলে আশা করছি।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান ইমাম জানান, মিলনকে বীজ বাজারজাতকরণের লাইসেন্স করে দেওয়া হচ্ছে। আশা করি তারা এর সুফল পাবে।
দিনাজপুরের বিরল উপজেলায় ‘কালো সোনা’খ্যাত শীতকালীন পেঁয়াজের বীজ উৎপাদন করে সফলতা পেয়েছেন তরুণ মিলন ইসলাম ও তাঁর প্রতিবেশী মামা কলিনীকান্ত রায়। প্রথম দুই বছরের সাফল্যের ধারাবাহিকতায় চলতি বছরেও সাড়ে পাঁচ একর জমিতে যৌথভাবে পেঁয়াজ বীজের আবাদ করেছেন তাঁরা।
বিরল উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বর্গাচাষি মনজুরুল ইসলামের সর্বকনিষ্ঠ সন্তান মিলন ইসলাম পড়াশোনার পাশাপাশি বাবাকে মাঠের কাজে সহায়তা করেন। ২০১৮ সালে এসএসসি পাসের পর অর্থের অভাবে মিলনের পড়াশোনা বন্ধ হয়ে যায়। মাঠে কাজের পাশাপাশি পিতার দুঃখ-দুর্দশা নিয়ে ভাবতে থাকেন। একদিন ইউটিউবে পেঁয়াজের বীজ উৎপাদন ও ভালো দামের বিষয়টি জানতে পেরে এ বীজ উৎপাদনের সিদ্ধান্ত নেন। কিন্তু তার এলাকায় পেঁয়াজের বীজ উৎপাদন না হওয়ায় কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না।
ঠিক এমন সময় উপজেলা কৃষি অফিস থেকে মসলাজাতীয় ফসল উৎপাদন বিষয়ে ট্রেনিংয়ে প্রশিক্ষণার্থী হিসেবে ডাক পড়ে তাঁর বাবার। বিষয়টি জানতে পেরে বাবার পরিবর্তে মিলন নিজেই প্রতিবেশী মামাকে সঙ্গে নিয়ে কর্মশালায় যোগ দেন। প্রশিক্ষণ পেয়ে চোখের সামনে সোনালি স্বপ্ন ভাসতে থাকলেও বাস্তবসম্মত জ্ঞান ও প্রয়োজনীয় অর্থের অভাবে কাজ শুরু করতে পারছিলেন না মিলন। কিন্তু তিনি থেমে থাকেননি। শুরুতে ঠাকুরগাঁও, পঞ্চগড়, ফরিদপুর, পাবনাসহ বেশ কয়েকটি জেলায় ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করেন। হাতে নগদ অর্থ না থাকায় প্রথমবার জমি বর্গা নিতে ও খরচ জোগান দিতে বাড়ির গরুও বিক্রি করে দেন তাঁরা। অনেক প্রচেষ্টার পরে উপজেলা কৃষি অফিসারের সহায়তায় ২০২২ সালে যৌথভাবে তাঁরা সাড়ে তিন একর জমি বর্গা নিয়ে প্রথমবারের মতো পেঁয়াজের বীজ উৎপাদন করেন। প্রথম বছরেই সাড়ে ৩ লাখ টাকা খরচ করে ১০ লাখ টাকার পেঁয়াজ বীজ বিক্রি করেন তাঁরা।
এদিকে পেঁয়াজের বীজ উৎপাদনে সচ্ছলতা ফেরায় আবারও পড়াশোনায় ফিরেছেন মিলন। বর্তমানে দিনাজপুর কাদের বক্স মেমোরিয়াল কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিলন বলেন, ‘পেঁয়াজবীজ চাষ করে প্রথম বছরেই ভালো লাভ পাই। ইতিমধ্যে লাভের টাকায় দেড় একর জমিও কিনেছি। চলতি মৌসুমে জিনিসপত্রের দাম বাড়ায় প্রতি একরে খরচ বেড়ে দাঁড়িয়েছে আড়াই লাখ টাকায়। এ বছর আবহাওয়া ভালো থাকায় একরে ৪০০ কেজি করে ফলন পাওয়ার আশা। বাজার ভালো থাকলে ৩০ থেকে ৩৫ লাখ টাকার বীজ উৎপন্ন হবে বলে আশা করছি।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান ইমাম জানান, মিলনকে বীজ বাজারজাতকরণের লাইসেন্স করে দেওয়া হচ্ছে। আশা করি তারা এর সুফল পাবে।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১৬ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৪০ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে