Ajker Patrika

অটোরিকশা নিয়ে পালিয়েও রেহাই পেলেন না চোর চক্রের ৩ সদস্য

ঠাকুরগাঁও প্রতিনিধি
অটোরিকশা নিয়ে পালিয়েও রেহাই পেলেন না চোর চক্রের ৩ সদস্য

ঠাকুরগাঁও সদরে কৌশলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালানোর সময় ধরা পড়লেন চোরচক্রের তিন সদস্য।  এ সময় তাঁদের কাছ থেকে একটি অটোরিকশা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদেরকে জেলা কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা সদরের জলেশ্বরীতলা হঠাৎপাড়া এলাকার নুর হোসেন (২০), শহরের গোবিন্দনগর মন্দিরপাড়া এলাকার বিজয় ইসলাম (২০) ও একই এলাকার জনি ইসলাম (২৬)। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, ‘অটোরিকশার মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। বিকেলে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

পুলিশ ও ভুক্তভোগী জানায়, অটোচালক আরিফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও রোড এলাকার রেল গেটের সামনে থেকে দুজন যাত্রী অটোরিকশায় ওঠেন। এ সময় তাঁরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ আরাজী কৃষ্টপুর গ্রামে আরিফুলকে নিয়ে যান তাঁরা। পরে নির্জন এলাকায় রাস্তার পাশের এক দোকান থেকে পান-সিগারেট আনতে আরিফুলকে পাঠান তাঁরা। যাওয়ার সময় ওই চোরচক্রের সদস্যরা তাঁর হাতের মোবাইল ফোনটি তাদের কাছে রেখে দিতে বলেন। 

পুলিশ ও ভুক্তভোগী জানায়, দোকানে পান কিনতে গিয়ে কিছু দূর যাওয়ার পর পেছন ফিরে আরিফুল তাকিয়ে দেখেন অটোরিকশাটি সেখানে নেই। এ সময় চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ১ কিলোমিটার ধাওয়া করে অটোরিকশাটিসহ নুর হোসেন নামের একজনকে আটক করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের আরও দুই সদস্যকে গতকাল রাতে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত