Ajker Patrika

পীরগঞ্জ সীমান্তে বিএসএফ সদস্য আটক

দিনাজপুর ও পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জ সীমান্তে বিএসএফ সদস্য আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারী এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকালে উপজেলার বৈরচুনা রামনা চান্দোহর হাট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকে পড়লে এলাকাবাসী আটক করে তাঁকে বিজিবির কাছে সোপর্দ করে।

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে দুজন বিএসএফ সদস্য সীমান্তে ৩৩৪ নম্বর পিলার এলাকা দিয়ে কাঁটাতারের এপারে গবাদিপশু তাড়াতে এসে সীমান্তের জিরো লাইন পার হয়ে কোণপাড়া গ্রামের আফসারের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় এলাকাবাসী ধাওয়া করলে একজন বিএসএফ সদস্য পালিয়ে গেলেও উপল কুমার দাস নামের বিএসএফের অপর সদস্যকে আটক করে তারা। পরে তাঁকে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল বলেন, বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত