পীরগঞ্জ সীমান্তে বিএসএফ সদস্য আটক

দিনাজপুর ও পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৫৭

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারী এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকালে উপজেলার বৈরচুনা রামনা চান্দোহর হাট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকে পড়লে এলাকাবাসী আটক করে তাঁকে বিজিবির কাছে সোপর্দ করে।

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে দুজন বিএসএফ সদস্য সীমান্তে ৩৩৪ নম্বর পিলার এলাকা দিয়ে কাঁটাতারের এপারে গবাদিপশু তাড়াতে এসে সীমান্তের জিরো লাইন পার হয়ে কোণপাড়া গ্রামের আফসারের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় এলাকাবাসী ধাওয়া করলে একজন বিএসএফ সদস্য পালিয়ে গেলেও উপল কুমার দাস নামের বিএসএফের অপর সদস্যকে আটক করে তারা। পরে তাঁকে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল বলেন, বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত