Ajker Patrika

ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষ, সাবেক সেনা সদস্যের মৃত্যু

ফুলছড়ি( গাইবান্ধা) প্রতিনিধি
সাবেক সেনাসদস্য রুহুল আমিন। ছবি: সংগৃহীত
সাবেক সেনাসদস্য রুহুল আমিন। ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক সেনাসদস্য রুহুল আমিন (৪৭) মারা গেছেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

এদিকে একই ঘটনায় তাঁর দুই সহোদর ভাই আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত রুহুল আমিন এবং আহত জাকির (৪৫) ও রতন মিয়া (৪০) ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের মুক্তিযোদ্ধা আনছার আলী সরকারের ছেলে।

পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনছার আলী সরকারের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মধুর জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ২৮ জানুয়ারি বিকেলে বিরোধপূর্ণ বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মধু মেম্বারের লোকজন হামলা চালালে তাঁরা তিন ভাই আহত হন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই আনছার আলী সরকার বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলার প্রধান আসামি আব্দুর রহিম মধুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত