গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আজ সোমবার বিকেলে সাঘাটা উপজেলার হাট ভরতখালী মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয়রা জানায়, সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সাঘাটার নিজ বাড়ির দিকে ফেরার পথে হাট ভরতখালী এলাকায় পথরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে লোহার রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করান; পরে তাঁকে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়।
আহতের মা জহুরা খাতুন বলেন, ‘আমার ছেলে গতকাল রোববার অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে আমার ভাতিজি ফারজানা রাব্বী বুবলীর হয়ে কাজ করার কারণেই এই হামলা হয়েছে। আমি এই হামলাকারীদের দ্রুত বিচার চাই।’
আহতের বোন ফারিয়া রাব্বী বলেন, ‘আমার ভাই সাঘাটা-ফুলছড়ি আসনের নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপনের বিপক্ষে গিয়ে আমার চাচাতো বোন স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর পক্ষে কাজ করায় ভরতখালী ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট নিজেসহ তাঁর দলবল এই হামলা চালায়।’
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, সাঘাটা উপজেলার হাট ভরতখালী এলাকায় সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাচন-পরবর্তী সহিংসতায় এ হামলার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা তাঁর ওপর হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
গাইবান্ধা জেলা হাসপাতালে দায়িত্বরত ডা. আজমিন নাহার লিন্ডা আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর শরীরে গুরুতর জখম আছে। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আজ সোমবার বিকেলে সাঘাটা উপজেলার হাট ভরতখালী মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয়রা জানায়, সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সাঘাটার নিজ বাড়ির দিকে ফেরার পথে হাট ভরতখালী এলাকায় পথরোধ করে একদল দুর্বৃত্ত। পরে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে লোহার রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করান; পরে তাঁকে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়।
আহতের মা জহুরা খাতুন বলেন, ‘আমার ছেলে গতকাল রোববার অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে আমার ভাতিজি ফারজানা রাব্বী বুবলীর হয়ে কাজ করার কারণেই এই হামলা হয়েছে। আমি এই হামলাকারীদের দ্রুত বিচার চাই।’
আহতের বোন ফারিয়া রাব্বী বলেন, ‘আমার ভাই সাঘাটা-ফুলছড়ি আসনের নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপনের বিপক্ষে গিয়ে আমার চাচাতো বোন স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর পক্ষে কাজ করায় ভরতখালী ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট নিজেসহ তাঁর দলবল এই হামলা চালায়।’
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, সাঘাটা উপজেলার হাট ভরতখালী এলাকায় সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাচন-পরবর্তী সহিংসতায় এ হামলার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা তাঁর ওপর হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
গাইবান্ধা জেলা হাসপাতালে দায়িত্বরত ডা. আজমিন নাহার লিন্ডা আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর শরীরে গুরুতর জখম আছে। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
রাজধানীর মিরপুরে একটি টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে...
১৫ মিনিট আগেফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কমলাপুরে নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
২৫ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ রোববার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ
১ ঘণ্টা আগেদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
১ ঘণ্টা আগে