নিখোঁজের ৫ দিন পর আখখেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 
Thumbnail image
নিহত লাবণ্য আকতার। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর আখখেত থেকে লাবণ্য আকতার (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত লাবণ্য পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে। সে স্থানীয় কোষামন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মরদেহ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাবণ্যকে হত্যা করা হয়েছে। গতকাল রাতে মরদেহ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাবণ্যের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, লাবণ্য আকতার গত ২৩ নভেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে আখখেতে একটি শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তার বাবা ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় দেখে তার মরদেহ শনাক্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত