Ajker Patrika

বৈদ্যুতিক লাইনের গা ঘেঁষে ভবন, বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০: ১৩
বৈদ্যুতিক লাইনের গা ঘেঁষে ভবন, বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

রংপুরের পীরগঞ্জ উপজেলার ওসমানপুর এলাকার একটি বহুতল ভবন গড়ে উঠছে ৪০ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের গাঁ ঘেঁষে। সেই ভবনের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক লাইনে আটকে গতকাল বুধবার সন্ধ্যায় মোতাল্লেব হোসেন (১৮) নামের এক নির্মাণশ্রমিক পুড়ে মারা গেছেন। অথচ নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক লাইন থেকে কমপক্ষে ৮ ফুট দূরত্বে ভবন নির্মাণের কথা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, ‘বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে আমাদের কাছে অনুমতির প্রয়োজন হয়। ভবনটির চারতলার কাজ চললেও কোথাও কোনো অনুমিত নেয়নি। ভবন নির্মাণে কোনোভাবেই ভবন মালিক আইন মান্য করেনি। কারণ, বিদ্যুতের লাইন থেকে কমপক্ষে আট ফুট দূরে ভবন বা বাড়ি নির্মাণ করতে হবে। এখানে দুই ফুটও দূরত্ব ছিল না।’

নিহত মোতাল্লেব হোসেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের নিজ কাবিলপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে। 

ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে জানা যায়, পীরগঞ্জ উপজেলা সদরের অদূরেই রংপুর-ঢাকা মহাসড়ক ঘেঁষে ওসমানপুর এলাকায় বহুতল ভবনটি নির্মাণ করছেন গফুর নামের এক ব্যক্তি। স্থানীয় লোকজন তাকে গফুর প্রফেসর নামে চেনেন। তাঁর নির্মাণাধীন ভবনে মোতাল্লেব হোসেনসহ অন্য নির্মাণশ্রমিকেরা আজ বুধবার কাজে যোগ দেন। সন্ধ্যা ৬টার দিকে তিনি তৃতীয় তলায় কাজ করছিলেন। এ সময় ভবনঘেঁষা পল্লী বিদ্যুতের ৪০ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যান। এ সময় ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। ৬টা ২০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পীরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা। মোতাল্লেব হোসেনের লাশ উদ্ধার করে সাড়ে ৭টার দিকে থানায় হস্তান্তর করা হয়। 

মোতাল্লেব হোসেনের সঙ্গে কাজ করা শ্রমিক আবু বক্কর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘এই ভবনে আমরা এক মাস থেকে কাজ করছি। এত দিন মোতাল্লেবের ভাই সুমন আমাদের সঙ্গে কাজ করেছে। আজ মোতাল্লেব তাঁর বদলে এসেছে। আমি রুমের ভেতরে কাজ করছিলাম আর ওয় (মোতাল্লেব) বাহিরে সাটারিংয়ের কাজ করছিল। কীভাবে যে কী হয়ে গেল কিছু বুঝতে পারছি না।’
 
স্থানীয় তরুণ আব্দুর রহিম বলেন, ‘ভবনে যখন হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়, তখন আমরা মনে করেছিলাম ভবনে কারেন্টের ঝালাই হচ্ছে। পরে দেখি ওই ছেলের গায়ে কারেন্টের আগুন লাগছে। আমরা চিল্লাচিল্লি করতে করতে সে কারেন্টের তারের আগুনে পুড়ে নিচে পড়ে মারা যায়।’

এ ব্যাপারে মন্তব্য জানতে বাড়িটির মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (শঠিবাড়ি) এর সহকারী জোনাল ম্যানেজার প্রকৌশলী মো. সিফাত ফেরদৌস চৌধুরী বলেন, বহুতল ভবন নির্মাণ করার সময় একজন শ্রমিক বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। পল্লী বিদ্যুতের তারটি ভবন নির্মাণের আগে থেকেই সেখানে ছিল নাকি ভবন তৈরির পরে এ পথ দিয়ে লাইন গিয়েছে তা সঠিক জানা নেই। খোঁজ নিতে হবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামকে এ বিষয়ে জানতে একাধিক বার ফোন দেওয়া হলেও ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত