ফ্যাসিস্টদের পক্ষে কাজ করা সংবাদমাধ্যমের বিচার হবে: উপদেষ্টা নাহিদ

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ২০: ৪১
Thumbnail image

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের মধ্যে যাঁরা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিলেন, গণহত্যার পক্ষে কাজ করেছেন, উসকানি দিয়েছেন, তাঁদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। 

আজ শনিবার সকালে ঢাকা থেকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

নাহিদ আরও বলেন, কিছু সংবাদমাধ্যম ফ্যাসিস্টদের পক্ষে কাজ করেছে। এ ছাড়া অনেক সংবাদিক যাঁরা ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার লেখালেখি করেছেন, উসকানি দিয়েছেন। তাঁদের গণহত্যার দায়ে বিচার করা হবে। এরই মধ্যে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। 

এ ছাড়া তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় এনে বিচার করা হবে। আর যারা এসবের সঙ্গে জড়িত ছিল না, তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন। 

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম, শিক্ষাসহ আরও কিছু সংস্কার কমিশন গঠন করবে। শিগগিরই এর সংস্কারের কার্যক্রম শুরু হবে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নাগরিক ঐক্য কমিটির সদস্যসচিব আকতার হোসেন। 

এর আগে বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. সাকিব, একরামুল হক বিজয় ও এহতেশামুল হক সানি; কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল; শিবিরের সৈয়দপুর শহর সাথী শাখা সভাপতি শিমুল ইসলাম প্রমুখ। পরে সেখান থেকে তিনি সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত