দিনাজপুর প্রতিনিধি
টানা প্রায় ১০ দিন থেকে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জেলা দিনাজপুরে গতকাল বুধবার তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি এক চিলতে রোদ সামান্য সময়ের জন্য উঁকি দিয়েছিল। এদিকে বৃহস্পতিবার সকালে হিমশীতল আবহাওয়ার মধ্যেও কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মেলে। যদিও আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃহস্পতিবার কমেছে তাপমাত্রা, দিনটিতে জেলায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এটি জেলায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে তাপমাত্রা কমলেও রোদের দেখা পাওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে দিনাজপুরের সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকেই লোকজনকে কর্মব্যস্ত হতে দেখা যায়।
দিনাজপুর শহরের সুইহারী এলাকার বাসিন্দা নুরে জান্নাত নুরী বলেন, গতকাল দুপুরের পর থেকে সূর্য দেখা মিলছে। আজ সকাল ৯টার আগে সূর্য ওঠায় ভালো লাগছে। বাতাসের কারণে শীত অবশ্য কমে নাই। তবে রোদ ওঠায় বেশ কয়েক দিনের জমে থাকা কাপড়-চোপড় পরিষ্কার করা যাবে।
বিরলের কৃষক আজমীর হোসেন বলেন, আলুখেত নিয়ে খুব পেরেশানিতে ছিলাম। রোদ ওঠায় টেনশন কিছুটা কমল।
শহরের মডার্ন মোড় এলাকায় ইজিবাইক চালক শাহিন হোসেন বলেন, শীতে একেবারে সবাই কাহিল হয়ে পড়েছিলাম। রোদ ওঠায় ভালো লাগছে। কয়েক দিন থেকে আয় রোজগার একেবারে কমে গেছে। আজকে শহরে মানুষজন চলাচল করবে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আজ বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা । বগুড়াসহ দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় আকাশ পরিষ্কার হয়েছে, তাই সূর্যের দেখা মিলছে। আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা বাড়তে পারে।
টানা প্রায় ১০ দিন থেকে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জেলা দিনাজপুরে গতকাল বুধবার তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি এক চিলতে রোদ সামান্য সময়ের জন্য উঁকি দিয়েছিল। এদিকে বৃহস্পতিবার সকালে হিমশীতল আবহাওয়ার মধ্যেও কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মেলে। যদিও আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃহস্পতিবার কমেছে তাপমাত্রা, দিনটিতে জেলায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এটি জেলায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে তাপমাত্রা কমলেও রোদের দেখা পাওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে দিনাজপুরের সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকেই লোকজনকে কর্মব্যস্ত হতে দেখা যায়।
দিনাজপুর শহরের সুইহারী এলাকার বাসিন্দা নুরে জান্নাত নুরী বলেন, গতকাল দুপুরের পর থেকে সূর্য দেখা মিলছে। আজ সকাল ৯টার আগে সূর্য ওঠায় ভালো লাগছে। বাতাসের কারণে শীত অবশ্য কমে নাই। তবে রোদ ওঠায় বেশ কয়েক দিনের জমে থাকা কাপড়-চোপড় পরিষ্কার করা যাবে।
বিরলের কৃষক আজমীর হোসেন বলেন, আলুখেত নিয়ে খুব পেরেশানিতে ছিলাম। রোদ ওঠায় টেনশন কিছুটা কমল।
শহরের মডার্ন মোড় এলাকায় ইজিবাইক চালক শাহিন হোসেন বলেন, শীতে একেবারে সবাই কাহিল হয়ে পড়েছিলাম। রোদ ওঠায় ভালো লাগছে। কয়েক দিন থেকে আয় রোজগার একেবারে কমে গেছে। আজকে শহরে মানুষজন চলাচল করবে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আজ বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা । বগুড়াসহ দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় আকাশ পরিষ্কার হয়েছে, তাই সূর্যের দেখা মিলছে। আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা বাড়তে পারে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১৭ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে