Ajker Patrika

দাদার বাড়িতে চিরকুট লিখে ‘আত্মহত্যা’ করল মা-বাবা থেকে বিচ্ছিন্ন কিশোরী

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
দাদার বাড়িতে চিরকুট লিখে ‘আত্মহত্যা’ করল মা-বাবা থেকে বিচ্ছিন্ন কিশোরী

দাদার বাড়িতে চিরকুট লিখে ‘আত্মহত্যা’ করেছে মা-বাবা থেকে বিচ্ছিন্ন এক কিশোরী।  গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিম মন্ডলপাড়া গ্রাম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। যদিও ওই চিরকুটে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু লেখা নেই। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মোহসিনা খাতুন টুম্পা (১৪) স্থানীয় পাওটানাহাট ফাজিল মাদ্রাসার নবম শ্রেণিতে পড়ত। টুম্পার বাবার নাম আল-আমিন।

স্থানীয়রা জানান, টুম্পার শিশুকালে তার বাবা ও মায়ের বিচ্ছেদ ঘটে। বাবা-মা দুজনেই পরে বিয়ে করে আলাদা বসবাস করেন। টুম্পা তার দাদা-দাদির কাছে বড় হচ্ছিল। 

টুম্পার দাদি রাহিমা বেগম বলেন, ‘আমার নাতনি কিছুদিন ধরে মাথা ব্যথা ও পেট ব্যথায় ভুগছিল। ঘটনার দিন সন্ধ্যার আগে টুম্পা আমার কাছ থেকে মাথায় তেল দিয়ে নেয়। তেল দেওয়ার পর নাতনি আমাকে বলে আমি ঘুমাব, আমাকে ডাকিস না। আমি মাগরিবের নামাজ পড়ে ঘরে গিয়ে দেখি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পাশে একটি চিরকুট পাওয়া গেছে।’ চিরকুটের হাতের লেখা টুম্পার বলে তার দাদি জানান।

টুম্পার দাদা-দাদি দাবি, তাদের নাতনি অসুস্থতার কারণে আত্মহত্যা করে থাকতে পারে। অবশ্য চিরকুট লিখে টুম্পার আত্মহত্যার ঘটনা রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা। 

পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারী পুলিশ ও স্থানীয় নারীদের সহায়তায় শালীনতার সঙ্গে মৃতদেহের সুরতহাল করেছি। আলামত জব্দ করেছি। সার্বিক বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে । মৃত্যুর কারণ সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত