Ajker Patrika

হিলি পৌর মেয়রের বাসায় আগুন, টয়লেট থেকে ২ জনের লাশ উদ্ধার 

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৭: ৪৩
হিলি পৌর মেয়রের বাসায় আগুন, টয়লেট থেকে ২ জনের লাশ উদ্ধার 

দিনাজপুরের হাকিমপুরে হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর বাড়ির দ্বিতীয় তলার টয়লেট থেকে দুজনের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকার মজনুর রহমানের ছেলে সূর্য (২০) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বাসিন্দা ফাহিম (২৩)। 

এ বিষয়ে হাকিমপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবুল কাসেম আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে শহরের পৌর মেয়রের বাড়িতে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির দ্বিতীয় তলার টয়লেট থেকে আগুনে পুড়ে যাওয়া দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।’ 

সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘মেয়রের বাড়িতে আগুন লাগার পর আন্দোলনকারীদের বাধার মুখে ফায়ার সার্ভিসের গাড়ি আটকে যায়। পরে আমি গিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসার ব্যবস্থা করে দিই। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে সেখানে দুটো লাশ পাই। তাঁদের একজন শিক্ষার্থী। পরে লাশ দুটো তাঁদের পরিবারের লোকজন এসে নিয়ে যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত