Ajker Patrika

স্কুলছাত্রী ছেলেতে রূপান্তরিত হওয়ার খবরে উৎসুক জনতার ভিড়

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৩, ১৮: ৪৯
স্কুলছাত্রী ছেলেতে রূপান্তরিত হওয়ার খবরে উৎসুক জনতার ভিড়

গাইবান্ধার সাঘাটায় সুমনা নামের দশম শ্রেণির এক ছাত্রী ছেলেতে রূপান্তরিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামে এ ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে এ ঘটনা জানাজানি হলে উপজেলাবাসীর মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তাঁরা ছেলেতে রূপান্তরিত হওয়া সুমনাকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় করছেন। 

আজ দুপুরে সরজমিন দেখা যায়, বাড়িতে কয়েক শ উৎসুক মানুষের ভিড়। সবাই কৌতূহল নিয়ে সুমনাকে দেখছে। সুমানার দাদি দৌলত নেছা জানান, বেশ কয়েক দিন আগেই তার শারীরিক পরিবর্তনের কথা গোপনে সুমানা তাকে জানায়। এ জন্য ২৩ মে সে স্কুলে যায়নি। 

সুমনার মা লাভলী বেগম জানান, তাঁর ছেলেসন্তান নেই, তিন মেয়ে। এর মধ্যে সুমনা সবার বড়। পাশের ঝাড়াবর্ষা উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। দুই দিন আগে তিনি সুমনার দাদির কাছ থেকে লিঙ্গ পরিবর্তনের বিষয়টি জানতে পারেন। প্রথমে বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করেন। আল্লাহ তাঁর মেয়েকে ছেলে বানিয়ে দেওয়ায় তিনি খুশি। 

সাঘাটায় ছেলেতে রূপান্তরিত হওয়া স্কুলছাত্রী সুমনা। ছবি: আজকের পত্রিকাএখন তার শারীরিক গঠন পুরুষের মতো হলেও তার মাথার লম্বা চুল এবং পরনের পোশাক পরিবর্তন করা হয়নি। সুমনার বাবা ছাইদুর রহমান জানান, ছেলেতে রূপান্তরিত হওয়ার পর এখনো সুমনার নাম পরিবর্তন করে রাখা হয়নি। 

এ বিষয়ে সুমনা বলে, ‘আমার কোনো ভাই ছিল না। তিন বোন ছিলাম। তিন বোনের মধ্যে থেকে একজন ভাই হওয়ায় আমি খুশি।’

এ বিষয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান বলেন, ‘আমাদের দেশে মাঝেমধ্যেই ছেলে থেকে মেয়ে, আবার মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটছে। এটা সাধারণত হরমোন পরিবর্তনের কারণে ঘটে। তবে এই সুমনার ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন ঘটেছে এবং কেন ঘটেছে—তা বাস্তবে না জেনে বলা যাবে না। হাসপাতালে এলে দেখে এ বিষয়ে জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত