প্রতিনিধি
পঞ্চগড়: পঞ্চগড়ে এবার মরিচ চাষ হয়েছে ১২ হাজার ৫৫০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে স্থানীয় জাতের মরিচ ছাড়াও উচ্চফলনশীল (হাইব্রিড) জাতের বাঁশ গাইয়া, জিরা, মল্লিকা, বিন্দু, হটমাস্টার, সুরক্ষাসহ বিভিন্ন জাতের মরিচের ব্যাপক চাষ হয়েছে। যেসব উঁচু জমিতে অন্য ফসল ভালো হয় না সেসব জমিতে এবার বেশি মরিচ চাষ করেছেন চাষিরা।
গতবছর টেপাপচা রোগের কারণে মরিচের উৎপাদন অর্ধেকে নেমে আসায় যে ক্ষতির মুখে পড়েছিলেন এবার তা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন চাষিরা।
পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের মরিচ চাষি আবুল কালাম আজাদ জানান, এই অঞ্চলের চাষিরা মরিচ চাষ করে প্রতিবছর আর্থিকভাবে লাভবান হয়। কিন্ত বেশ কয়েকে বছর ধরে বিভিন্ন রোগ বালাইয়ের কারণে মরিচ আবাদে চাষিদের উৎকন্ঠা বেড়েছে।
আটোয়ারা উপজেলার মরিচ চাষি পশির উদ্দিন, মনজ রায় ও ঢেপারু মোহাম্মদ জানায়, বেশ কয়েকবছর ধরে মরিচের আবাদ খারাপ হলেও এবার ফলন ভাল হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে যদি ব্যবসায়ীরা এলাকায় মরিচ কিনতে আসতে না পারে তাহলে চাষিরা আর্থিক সংকটে পড়বে।
দেশের বিভিন্ন স্থানের বড় ধরনের চাহিদা মিটিয়ে আসছে পঞ্চগড়ের উৎপাদিত মরিচ। সাইজ, রঙ এবং স্বাদে এখানকার মরিচের কদর খুব বেশি। গত কয়েকবছর ধরে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উৎপাদনে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে চাষিরা।
কৃষি কর্মকর্তারা রোগটিকে বলছেন এনথ্রাকনোজ। মরিচ গাছগুলো হলদে রঙ ধারণ করে ঝলসে যায়। ধূসর রঙ ধারণ করে গাছ থেকে মরিচ ঝরে যায়। তাই এ বছর চাষিরা কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে ওষুধ প্রয়োগ করায় মরিচের ভালো ফলন পেয়েছে।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ মো. মিজানুর রহমান জানান, মাঝে মাঝে বৃষ্টি, অসময়ে কুয়াশা এবং দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের কারণে মরিচের এই এনথ্রাকনোজ (স্থানীয়রা বলেন টেপাপচা) রোগ হয়। এই রোগে কৃষকদের আতঙ্কিত না হয়ে ছত্রাক নাশক ছিটানোর পরমার্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। তবে এ বছর আবহাওয়া অনুকূল থাকায় এই রোগের বিস্তার ঘটার আর কোন আশংকা নেই।
পঞ্চগড়: পঞ্চগড়ে এবার মরিচ চাষ হয়েছে ১২ হাজার ৫৫০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে স্থানীয় জাতের মরিচ ছাড়াও উচ্চফলনশীল (হাইব্রিড) জাতের বাঁশ গাইয়া, জিরা, মল্লিকা, বিন্দু, হটমাস্টার, সুরক্ষাসহ বিভিন্ন জাতের মরিচের ব্যাপক চাষ হয়েছে। যেসব উঁচু জমিতে অন্য ফসল ভালো হয় না সেসব জমিতে এবার বেশি মরিচ চাষ করেছেন চাষিরা।
গতবছর টেপাপচা রোগের কারণে মরিচের উৎপাদন অর্ধেকে নেমে আসায় যে ক্ষতির মুখে পড়েছিলেন এবার তা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন চাষিরা।
পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের মরিচ চাষি আবুল কালাম আজাদ জানান, এই অঞ্চলের চাষিরা মরিচ চাষ করে প্রতিবছর আর্থিকভাবে লাভবান হয়। কিন্ত বেশ কয়েকে বছর ধরে বিভিন্ন রোগ বালাইয়ের কারণে মরিচ আবাদে চাষিদের উৎকন্ঠা বেড়েছে।
আটোয়ারা উপজেলার মরিচ চাষি পশির উদ্দিন, মনজ রায় ও ঢেপারু মোহাম্মদ জানায়, বেশ কয়েকবছর ধরে মরিচের আবাদ খারাপ হলেও এবার ফলন ভাল হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে যদি ব্যবসায়ীরা এলাকায় মরিচ কিনতে আসতে না পারে তাহলে চাষিরা আর্থিক সংকটে পড়বে।
দেশের বিভিন্ন স্থানের বড় ধরনের চাহিদা মিটিয়ে আসছে পঞ্চগড়ের উৎপাদিত মরিচ। সাইজ, রঙ এবং স্বাদে এখানকার মরিচের কদর খুব বেশি। গত কয়েকবছর ধরে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উৎপাদনে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে চাষিরা।
কৃষি কর্মকর্তারা রোগটিকে বলছেন এনথ্রাকনোজ। মরিচ গাছগুলো হলদে রঙ ধারণ করে ঝলসে যায়। ধূসর রঙ ধারণ করে গাছ থেকে মরিচ ঝরে যায়। তাই এ বছর চাষিরা কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে ওষুধ প্রয়োগ করায় মরিচের ভালো ফলন পেয়েছে।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ মো. মিজানুর রহমান জানান, মাঝে মাঝে বৃষ্টি, অসময়ে কুয়াশা এবং দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের কারণে মরিচের এই এনথ্রাকনোজ (স্থানীয়রা বলেন টেপাপচা) রোগ হয়। এই রোগে কৃষকদের আতঙ্কিত না হয়ে ছত্রাক নাশক ছিটানোর পরমার্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। তবে এ বছর আবহাওয়া অনুকূল থাকায় এই রোগের বিস্তার ঘটার আর কোন আশংকা নেই।
আজ থেকে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে ছাত্রসংগঠনগুলো। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংগঠনটির আহ্বানে গতকাল সোমবার সন্ধ্যা থেকে চার ঘণ্টাব্যাপী এক জরুরি আলোচনা সভা হয়। দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে ১৯টি ছাত্র সংগঠন
১৯ মিনিট আগেশুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
১ ঘণ্টা আগেঅহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
১০ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১০ ঘণ্টা আগে