ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনে গুরুতর আহত ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধূর নাম মৌসুমি খাতুন (২৫)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের মনছুর আলীর কন্যা।
এ ঘটনায় নিহতের চাচা নাসির আলী বাদী হয়ে গৃহবধূর স্বামী রাশেদুল ইসলাম আশেক, শ্বশুর তাজুল ইসলাম ও শাশুড়ি রশিদা বেগমকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, পাঁচ বছর আগে ওই ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম আশেকের (২৮) সঙ্গে বিয়ে হয় মৌসুমির। প্রেমের বিয়ে হলেও মেয়ের সুখের কথা চিন্তা করে মনছুর আলী বিয়ের সময় জামাইকে এক লাখ টাকা যৌতুক দেন। কিন্তু জামাই রাশেদুল ইসলাম তার পিতা মাতার পরামর্শে মৌসুমির বাবার বাড়ি থেকে আরও টাকা আনার জন্য তাকে চাপ প্রয়োগ করতে থাকে। মৌসুমি এতে অস্বীকৃতি জানালে তার ওপর চলে মারধরসহ অমানসিক নির্যাতন।
এরপরও মৌসুমি মুখ বুজে সব সহ্য করে। এ নিয়ে গত ৮ আগস্ট সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে রাশেদুল মৌসুমিকে বেদম মারপিট ও নির্যাতন করে। এতে মৌসুমি গুরুতর অসুস্থ হয়ে পরে। খবর পেয়ে মৌসুমির নানা জাহেদুল ইসলাম তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন।
ফুলবাড়ী হাসপাতালে তার অবস্থার অবনতি হলে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ১২ আগস্ট বিকেল সাড়ে ৪ টায় আবারও তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হলে রাত ২ টায় তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনে গুরুতর আহত ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধূর নাম মৌসুমি খাতুন (২৫)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের মনছুর আলীর কন্যা।
এ ঘটনায় নিহতের চাচা নাসির আলী বাদী হয়ে গৃহবধূর স্বামী রাশেদুল ইসলাম আশেক, শ্বশুর তাজুল ইসলাম ও শাশুড়ি রশিদা বেগমকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, পাঁচ বছর আগে ওই ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম আশেকের (২৮) সঙ্গে বিয়ে হয় মৌসুমির। প্রেমের বিয়ে হলেও মেয়ের সুখের কথা চিন্তা করে মনছুর আলী বিয়ের সময় জামাইকে এক লাখ টাকা যৌতুক দেন। কিন্তু জামাই রাশেদুল ইসলাম তার পিতা মাতার পরামর্শে মৌসুমির বাবার বাড়ি থেকে আরও টাকা আনার জন্য তাকে চাপ প্রয়োগ করতে থাকে। মৌসুমি এতে অস্বীকৃতি জানালে তার ওপর চলে মারধরসহ অমানসিক নির্যাতন।
এরপরও মৌসুমি মুখ বুজে সব সহ্য করে। এ নিয়ে গত ৮ আগস্ট সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে রাশেদুল মৌসুমিকে বেদম মারপিট ও নির্যাতন করে। এতে মৌসুমি গুরুতর অসুস্থ হয়ে পরে। খবর পেয়ে মৌসুমির নানা জাহেদুল ইসলাম তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন।
ফুলবাড়ী হাসপাতালে তার অবস্থার অবনতি হলে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ১২ আগস্ট বিকেল সাড়ে ৪ টায় আবারও তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হলে রাত ২ টায় তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা স্থানীয় পর্যায়ে ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন। এ নিয়ে সংবাদ, বিতর্ক ও সমালোচনা শুরু হলে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থনা করেন উপদেষ্টা আসিফ। তিনি পোস্টে লেখেন, তাঁর বাবা বিষয়টি
২১ মিনিট আগেবরগুনার পাথরঘাটার বঙ্গোপসাগরের মোহনা সুন্দরবন সংলগ্ন বিহঙ্গ দ্বীপে (ধানসির চর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় জেলে ও বন বিভাগের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল ৫টায় দিকে।
২৬ মিনিট আগেনাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতদল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।
২ ঘণ্টা আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।
২ ঘণ্টা আগে