লালমনিরহাট প্রতিনিধি
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিক্ষোভের সময় মহাসড়কে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য। গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এ দৃশ্য দেখে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে।
এ দিন কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে মহাসড়কে প্রজেক্টর লাগিয়ে চলমান আন্দোলনে দেশব্যাপী আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য দেখে শিক্ষার্থীসহ পথচারীরা। অনেকেই দূরে মার্কেটের বারান্দায় দাঁড়িয়ে বড় পর্দায় এসব দৃশ্য দেখে। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শুক্রবার দুপুরের পরে একই দাবিতে মিশন মোড়ে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় মিশন মোড় চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পুলিশ থাকলেও শিক্ষার্থীদের বাধা দেয়নি। তবে বিগত দিনের চেয়ে আজ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আন্দোলনের সময় সারা দেশে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের ওপর গুলি ও হামলা চালায় পুলিশ। সেই সময় সরকার নেট বন্ধ করায় সাধারণ মানুষ এসব দেখতে পারেনি। গণমাধ্যমও এসব ভিডিও প্রচার করতে পারেনি। তাই আমরা এসব দৃশ্য জেলাবাসী তথা দেশবাসীকে দেখাতে মহাসড়কে প্রজেক্টরের ব্যবস্থা করেছিলাম। মানুষ দেখে বিচার–বিশ্লেষণ করবে, জনগণের ট্যাক্সের টাকায় কেনা গুলি ও বেতনভুক্ত পুলিশ কীভাবে নিরস্ত্র মানুষকে হত্যা করছে। এটা এক ধরনের প্রচারণাও বলতে পারেন।’
মিশন মোড়ে একাধিক ব্যবসায়ী বলেন, পাশে পুলিশ ছিল। বাধা দিলেও সাধারণ শিক্ষার্থীরা অনড় ছিল। তারা প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন হামলার দৃশ্য দেখিয়েছে। পরে কর্মসূচি পালন শেষে তারা প্রজেক্টর নিয়ে চলে যায়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রজেক্টরের বিষয়টি জানার পরে শিক্ষার্থীদের বুঝিয়ে দিলে তারা স্বেচ্ছায় তা বন্ধ করে কর্মসূচি সমাপ্ত করে চলে যায়। আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে প্রজেক্টর প্রদর্শন করেনি।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিক্ষোভের সময় মহাসড়কে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য। গতকাল বৃহস্পতিবার রাতে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এ দৃশ্য দেখে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে।
এ দিন কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে মহাসড়কে প্রজেক্টর লাগিয়ে চলমান আন্দোলনে দেশব্যাপী আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশনের বিভিন্ন দৃশ্য দেখে শিক্ষার্থীসহ পথচারীরা। অনেকেই দূরে মার্কেটের বারান্দায় দাঁড়িয়ে বড় পর্দায় এসব দৃশ্য দেখে। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় লালমনিরহাট বুড়িমারী ও লালমনিরহাট রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ শুক্রবার দুপুরের পরে একই দাবিতে মিশন মোড়ে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় মিশন মোড় চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পুলিশ থাকলেও শিক্ষার্থীদের বাধা দেয়নি। তবে বিগত দিনের চেয়ে আজ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আন্দোলনের সময় সারা দেশে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের ওপর গুলি ও হামলা চালায় পুলিশ। সেই সময় সরকার নেট বন্ধ করায় সাধারণ মানুষ এসব দেখতে পারেনি। গণমাধ্যমও এসব ভিডিও প্রচার করতে পারেনি। তাই আমরা এসব দৃশ্য জেলাবাসী তথা দেশবাসীকে দেখাতে মহাসড়কে প্রজেক্টরের ব্যবস্থা করেছিলাম। মানুষ দেখে বিচার–বিশ্লেষণ করবে, জনগণের ট্যাক্সের টাকায় কেনা গুলি ও বেতনভুক্ত পুলিশ কীভাবে নিরস্ত্র মানুষকে হত্যা করছে। এটা এক ধরনের প্রচারণাও বলতে পারেন।’
মিশন মোড়ে একাধিক ব্যবসায়ী বলেন, পাশে পুলিশ ছিল। বাধা দিলেও সাধারণ শিক্ষার্থীরা অনড় ছিল। তারা প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন হামলার দৃশ্য দেখিয়েছে। পরে কর্মসূচি পালন শেষে তারা প্রজেক্টর নিয়ে চলে যায়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রজেক্টরের বিষয়টি জানার পরে শিক্ষার্থীদের বুঝিয়ে দিলে তারা স্বেচ্ছায় তা বন্ধ করে কর্মসূচি সমাপ্ত করে চলে যায়। আজও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে প্রজেক্টর প্রদর্শন করেনি।
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে রাজধানীর আদাবর থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
১ ঘণ্টা আগেমাগুরায় নোমান মণ্ডল (৪১) নামের এক মোটর শ্রমিকনেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মঘী ইউনিয়নের জাগলা এলাকার চারা বটতলা জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট সড়কের ফিশারি এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
২ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে লাগা আগুন এরই গোডাউন থেকে ছড়িয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের কর্মচারী ও ফায়ার সার্ভিস। আগুন নেভানোতে এত বেশি সময়ের কারণ হিসেবে চামড়া ও চামড়াজাত পণ্য পোড়া প্রকট গন্ধ ও অতিরিক্ত ধোঁয়াকে দায়ী করছেন তারা। তবে এ ঘটনায় দোতলা ভবনটির নিচ তলায় পুড়লেও দোতলার রেস্তোরাঁর...
২ ঘণ্টা আগে