গাইবান্ধায় বন্য প্রাণী দিবস উপলক্ষে আলোচনা সভা 

গাইবান্ধা প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধা সরকারি কলেজে বিভিন্ন আয়োজনে বিশ্ব বন্য প্রাণী দিবস পালন করা হয়েছে। আজ রোববার পরিবেশবাদী সংগঠন ‘তীর’ ও প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে ‘মানুষ ও ধরিত্রীর বন্ধন, বন্য প্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন’ বিষয়ক প্রতিপাদ্যে কলেজ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান।

সহযোগী অধ্যাপক এ কে এম আশরাফুজ্জামান মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, তীর এর কলেজ শাখার সভাপতি মো. জাহিদ রায়হান, সহসভাপতি মো. মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুর ইসলাম আশিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম রাফি, কোষাধ্যক্ষ শেখ ফরিদ, দপ্তর সম্পাদক হাবিবুল বাশার হিমন, সদস্য জাকারিয়া, আইরিন, আল-আমিন, রবিউল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সহ-প্রচার সম্পাদক মো. রুপম ইসলাম।

উপস্থিত ছিলেন–সংগঠনের সাবেক সভাপতি মো. রিফাত হাসান, জিসান মাহমুদসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শেষে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত