বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডাক পাননি প্রথম শ্রেণিতে প্রথম হয়ে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত এক শিক্ষার্থী। যোগ্য প্রার্থী হিসেবে আবেদন করলেও সম্প্রতি হয়ে যাওয়া লিখিত ও মৌখিক পরীক্ষায় তাঁকে ডাকা হয়নি। এ ঘটনায় আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী চাকরিপ্রার্থী জোবেদা আক্তার। পরে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জোবেদা আক্তার ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৭ সালে স্নাতকে (সম্মান) সিজিপিএ ৩.৬২ (৪ স্কেলে) এবং ২০১৮ সালে স্নাতকোত্তর সিজিপিএ ৩.৫৫ (৪ স্কেলে) পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন। এ কারণে ওই বছর তিনি প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পান।
গত বছরের ১৯ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রভাষকসহ অন্যান্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তিতে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে একটি প্রভাষক (স্থায়ী) পদের জন্য আবেদন চাওয়া হয়। এই পদের জন্য জোবেদা একজন যোগ্য প্রার্থী হিসেবে আবেদন করেন।
কিন্তু গত ৯ সেপ্টেম্বর ওই পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলেও পরে তা স্থগিত হয়। পরে ওই পদের জন্য ২১ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। ওই তারিখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নও করা হয়। পরবর্তী সময়ে জোবেদা জানতে পারেন, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য চিঠি ও মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে অন্য প্রার্থীদের ডাকা হয়েছিল। কিন্তু যোগ্য প্রার্থী হলেও তাঁকে ডাকা হয়নি। এ ক্ষেত্রে জোবেদা আক্তার মনে করছেন, তাঁর নাগরিক অধিকার হরণ করা হয়েছে। তা ছাড়া পুরো বিষয়টি তাঁর কাছে পরিকল্পিত ও সাজানো বলে মনে হয়েছে।
এদিকে জোবেদা অভিযোগ করেছেন, একটি পদের বিপরীতে একাধিক প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা সবাই তাঁর চেয়ে কম যোগ্যতাসম্পন্ন বলে দাবি করেন তিনি। এ প্রক্রিয়ার মাধ্যমে একই সঙ্গে তিনি দুবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রথমত তাঁকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে না দেওয়া, দ্বিতীয়ত একটি পদের বিপরীতে একাধিক শিক্ষক নিয়োগ দেওয়ায় ভবিষ্যতে শিক্ষক হওয়ার সম্ভাবনা থেকেও তাঁকে বঞ্চিত করা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশ মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অতিরিক্ত নিয়োগ দেওয়া অবৈধ। অতএব, বিষয়গুলো বিবেচনা করে অবৈধ নিয়োগ বাতিলসহ তাঁকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এক ঘণ্টার বেশি সময় অবস্থান কর্মসূচি পালন করেন জোবেদা আক্তার। এ সময় আজকের পত্রিকাকে তিনি বলেন, তিনি মনে করেন, বিভাগীয় প্রধানের মাধ্যমেই তাঁর বিরুদ্ধে এই অন্যায় করা হয়েছে। শিক্ষক হওয়া থেকে তাঁকে বঞ্চিত করার এই অন্যায় কাজে বিভাগীয় প্রধানের হাত রয়েছে।
তবে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মো. গোলাম রাব্বানী এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে তোলা অভিযোগ সত্য নয়। তবে এ বিষয়ে আমি মিডিয়ার সঙ্গে কোনো কথা বলতে চাই না।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তিনি খোঁজ নিচ্ছেন। এ বিষয়ে পরে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডাক পাননি প্রথম শ্রেণিতে প্রথম হয়ে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত এক শিক্ষার্থী। যোগ্য প্রার্থী হিসেবে আবেদন করলেও সম্প্রতি হয়ে যাওয়া লিখিত ও মৌখিক পরীক্ষায় তাঁকে ডাকা হয়নি। এ ঘটনায় আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী চাকরিপ্রার্থী জোবেদা আক্তার। পরে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জোবেদা আক্তার ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৭ সালে স্নাতকে (সম্মান) সিজিপিএ ৩.৬২ (৪ স্কেলে) এবং ২০১৮ সালে স্নাতকোত্তর সিজিপিএ ৩.৫৫ (৪ স্কেলে) পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন। এ কারণে ওই বছর তিনি প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পান।
গত বছরের ১৯ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রভাষকসহ অন্যান্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তিতে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে একটি প্রভাষক (স্থায়ী) পদের জন্য আবেদন চাওয়া হয়। এই পদের জন্য জোবেদা একজন যোগ্য প্রার্থী হিসেবে আবেদন করেন।
কিন্তু গত ৯ সেপ্টেম্বর ওই পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলেও পরে তা স্থগিত হয়। পরে ওই পদের জন্য ২১ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। ওই তারিখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নও করা হয়। পরবর্তী সময়ে জোবেদা জানতে পারেন, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য চিঠি ও মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে অন্য প্রার্থীদের ডাকা হয়েছিল। কিন্তু যোগ্য প্রার্থী হলেও তাঁকে ডাকা হয়নি। এ ক্ষেত্রে জোবেদা আক্তার মনে করছেন, তাঁর নাগরিক অধিকার হরণ করা হয়েছে। তা ছাড়া পুরো বিষয়টি তাঁর কাছে পরিকল্পিত ও সাজানো বলে মনে হয়েছে।
এদিকে জোবেদা অভিযোগ করেছেন, একটি পদের বিপরীতে একাধিক প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা সবাই তাঁর চেয়ে কম যোগ্যতাসম্পন্ন বলে দাবি করেন তিনি। এ প্রক্রিয়ার মাধ্যমে একই সঙ্গে তিনি দুবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রথমত তাঁকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে না দেওয়া, দ্বিতীয়ত একটি পদের বিপরীতে একাধিক শিক্ষক নিয়োগ দেওয়ায় ভবিষ্যতে শিক্ষক হওয়ার সম্ভাবনা থেকেও তাঁকে বঞ্চিত করা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশ মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অতিরিক্ত নিয়োগ দেওয়া অবৈধ। অতএব, বিষয়গুলো বিবেচনা করে অবৈধ নিয়োগ বাতিলসহ তাঁকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এক ঘণ্টার বেশি সময় অবস্থান কর্মসূচি পালন করেন জোবেদা আক্তার। এ সময় আজকের পত্রিকাকে তিনি বলেন, তিনি মনে করেন, বিভাগীয় প্রধানের মাধ্যমেই তাঁর বিরুদ্ধে এই অন্যায় করা হয়েছে। শিক্ষক হওয়া থেকে তাঁকে বঞ্চিত করার এই অন্যায় কাজে বিভাগীয় প্রধানের হাত রয়েছে।
তবে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মো. গোলাম রাব্বানী এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে তোলা অভিযোগ সত্য নয়। তবে এ বিষয়ে আমি মিডিয়ার সঙ্গে কোনো কথা বলতে চাই না।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তিনি খোঁজ নিচ্ছেন। এ বিষয়ে পরে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
৩ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২৪ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩০ মিনিট আগে