Ajker Patrika

দেশের সার্বিক উন্নয়নে নদীভাঙন রোধের বিকল্প নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২৪, ১৬: ৪৮
দেশের সার্বিক উন্নয়নে নদীভাঙন রোধের বিকল্প নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘নদীমাতৃক বাংলাদেশের সার্বিক উন্নয়নে নদী শাসন ও প্রতিরক্ষা বাঁধ তৈরির মাধ্যমে নদীভাঙন রোধের কোনো বিকল্প নেই। কারণ নদীভাঙন রোধ করতে না পারলে আমাদের কৃষি উৎপাদন ক্রমেই কমে যাবে।’

আজ রোববার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ ফারুক বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশে ছোট-বড় ৪০৫টি নদী আছে। কৃষিপ্রধান এই দেশের সার্বিক উন্নয়নে আমাদের নদীগুলোকে শাসন করতে হবে। প্রতিরক্ষা বাঁধ তৈরি করে নদীগুলোর পাশে যেসব গ্রাম ও শহর আছে, সেগুলোকে রক্ষা করতে হবে। পাশাপাশি ফুলছড়িবাসী তথা আপনাদেরও রক্ষা করতে হবে। এটা আমাদের দায়িত্ব। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যেই সরেজমিন আপনাদের এলাকায় পরিদর্শনে এসেছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি হেলিকপ্টারে এলাকাটি পরিদর্শন করেছি এবং বুঝতে পেরেছি এখান বাঁধ নির্মাণ খুব দরকার। আপনাদের দীর্ঘদিনের দাবি পূরণে প্রয়োজনীয় সমীক্ষা কার্যক্রম শেষে শিগগিরই এখানে প্রতিরক্ষা বাঁধ তৈরি করা হবে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ ল ম বজলুর রশীদ, জেলা প্রশাসক (ডিসি) কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত