Ajker Patrika

ব্যাংক থেকে ফেরার পথে বৃদ্ধের ২৫ হাজার টাকা ছিনতাই, শোকে মৃত্যু

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২২: ৩০
ব্যাংক থেকে ফেরার পথে বৃদ্ধের ২৫ হাজার টাকা ছিনতাই, শোকে মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় এক বৃদ্ধের ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এই শোকে বৃদ্ধ ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মারা যান। আজ সোমবার শহরের শহীদ তুলশীরাম সড়কে এ ঘটনা ঘটে। 

মৃত ওই ব্যক্তির নাম আশরাফ হোসেন (৬৮)। তিনি উপজেলার কামারপুকুর ইউনিয়নের অশুরখাই গ্রামের বাসিন্দা। 

বৃদ্ধের ছেলে মাদ্রাসাশিক্ষক নাজমুল হোসেন জানান, তাঁর বাবা আশরাফ হোসেন পারিবারিক প্রয়োজনে ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখায় ২৫ হাজার টাকার ক্ষুদ্রঋণ করেন। ওই দিন মাসহ তিনি ব্যাংকে টাকা তুলতে যান। ঋণের টাকা তুলে যখন তাঁরা নিচে নামেন, তখন দুজন অপরিচিত ব্যক্তি তাঁদের সামনে এসে দাঁড়ায়। তারা তাঁর মা-বাবাকে শাড়ি ও লুঙ্গি দেওয়ার কথা বলে উল্লেখিত জায়গায় নিয়ে যান। সেখানে গিয়ে কৌশলে ওই টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এতে তাঁর বাবা ঘটনাস্থলে জ্ঞান হারান। 

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে আশরাফকে মৃত্যু ঘোষণা করেন। 

জানতে চাইলে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’ 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন বলেন, ‘ওই এলাকার সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশা করছি, চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত