থানার পাশের রেলের অফিসে চুরি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২: ৩৮

সৈয়দপুর থানা ও রেলওয়ে থানা থেকে ১ শ গজ দুরে রেলের উপসহকারী প্রকৌশলীর কার্যালয়। অথচ দুটি থানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কার্যালয়টির তালা ভেঙে চেয়ার, টেবিলসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরে নিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, গতকাল বুধবার রাতে রেলের উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ের গেটের তালা ভেঙে ৬টি ড্রাম, ৪টি ফ্যান, গোডাউনের ৩টি দরজা, চেয়ার ও টেবিলসহ প্রায় ৭০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। সকালে অফিস খোলার পর চুরির ঘটনা নজরে আসে। এদিকে থানা থেকে সামন্য দুরে এ চুরির ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। 

উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা জানান, চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হবে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বলেন, চুরির বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত