Ajker Patrika

গাইবান্ধায় ডাম্প ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৫৮
গাইবান্ধায় ডাম্প ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ডাম্প ট্রাকের ধাক্কায় শাহজাহান আলী (৩২) ও ওয়াহেদ আলী (৬২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধা-সাঘাটা সড়কের পোড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

শাহজাহান আলী ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং ওয়াহেদ আলী গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী বাদিয়াখালী থেকে ফুলছড়ি হাটের দিকে যাচ্ছিলেন। এ সময় পোড়াগ্রাম নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি বালুভর্তি ডাম্প ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত