Ajker Patrika

রংপুরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

রংপুর প্রতিনিধি
রংপুরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

রংপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে আজ শুক্রবার দুপুরে তাঁরা রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন। রংপুর বিভাগের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘গত ৮ ডিসেম্বর প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন প্রার্থী ছিল। যার মধ্যে ১ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী হরতাল, অবরোধ, বৈরী আবহাওয়া ও দূরপাল্লার গাড়ি বন্ধ থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। সেই সুযোগে সুবিধাবাদী কিছু লোকের মাধ্যমে শিক্ষা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষায় প্রশ্নফাঁস, ডিভাইস জালিয়াতি ও প্রক্সি করে ব্যাপক অর্থ বাণিজ্য করেছেন। রংপুরসহ অনেক পরীক্ষা কেন্দ্র প্রশাসনের হাতে প্রমাণসহ ধরাও পড়েছে। এবার শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনা গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ দেখেছে।’

রংপুরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকামানববন্ধনে আরও অভিযোগ করা হয়, ‘গত ৮ ডিসেম্বর প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষায় ডিভাইস, প্রশ্নফাঁস, হল কন্ট্রাকসহ দুর্নীতির মতো নানা ঘটনা ঘটেছে। যে কারণে ওই পরীক্ষায় সঠিক মূল্যায়ন হবে না। এ জন্য আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের পক্ষে হাইকোর্টে একটি রিট করেছি। সেই সঙ্গে আমরা বিষয়টি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত