ঠাকুরগাঁও প্রতিনিধি
আসন্ন ঈদুল ফিতরের খুশির জোয়ারে ভাসবে চারদিক। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে ঠাকুরগাঁওয়ের বাজারগুলো এখন জমজমাট। শহরের বিভিন্ন পোশাকের দোকানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা।
পোশাকের দোকানগুলোতে ভিড় বেশি হলেও জুতা, কসমেটিকস, পাঞ্জাবি ও প্যান্টের দোকানগুলোতেও ক্রেতাদের কমতি নেই। বাহারি রং আর নকশার পোশাকে সেজেছে দোকানগুলো। ক্রেতারাও তাদের পছন্দের পোশাক খুঁজে নিতে ব্যস্ত।
ঈদের কেনাকাটা করতে আসা শহরের শাহপাড়ার গৃহিণী রিক্তা বলেন, ‘ঈদের কিছুদিন বাকি থাকলেও দাম কম পাওয়ার আশায় আগেভাগে এসেছি। মেয়ের জন্য জামা ও জুতা কিনেছি।’
জমিদারপাড়া মহল্লার রেশমা আক্তার জানান, অন্যান্য জিনিসের পাশাপাশি কাপড়ের দাম কিছুটা বেড়েছে। ঠাকুরগাঁওয়ের কাপড়ের দাম পার্শ্ববর্তী দিনাজপুর জেলার তুলনায় কিছুটা বেশি।
রিক্তা আক্তার নামের আরেক ক্রেতা বলেন, ‘ঈদের কেনাকাটা করতে এসে খুব ভালো লাগছে। তবে কাপড়ের দাম একটু বেশি মনে হচ্ছে।’
এক দোকানের স্বত্বাধিকারী আসলাম জানান, দিন যত যাচ্ছে, ক্রেতাদের ভিড় তত বাড়ছে। অনেকে দাম কিছুটা কম পাওয়ার আশায় ঈদের আগেভাগে মার্কেটে আসছেন। এ বছর টি-শার্ট, সুতির পাঞ্জাবি ও জিনসের প্যান্ট বেশি বিক্রি হচ্ছে; পাশাপাশি নারীদের শাড়ি ও মেয়েদের বিভিন্ন থ্রি-পিস বিক্রি হচ্ছে।
ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শপিং মলগুলোতে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে।
আসন্ন ঈদুল ফিতরের খুশির জোয়ারে ভাসবে চারদিক। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে ঠাকুরগাঁওয়ের বাজারগুলো এখন জমজমাট। শহরের বিভিন্ন পোশাকের দোকানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা।
পোশাকের দোকানগুলোতে ভিড় বেশি হলেও জুতা, কসমেটিকস, পাঞ্জাবি ও প্যান্টের দোকানগুলোতেও ক্রেতাদের কমতি নেই। বাহারি রং আর নকশার পোশাকে সেজেছে দোকানগুলো। ক্রেতারাও তাদের পছন্দের পোশাক খুঁজে নিতে ব্যস্ত।
ঈদের কেনাকাটা করতে আসা শহরের শাহপাড়ার গৃহিণী রিক্তা বলেন, ‘ঈদের কিছুদিন বাকি থাকলেও দাম কম পাওয়ার আশায় আগেভাগে এসেছি। মেয়ের জন্য জামা ও জুতা কিনেছি।’
জমিদারপাড়া মহল্লার রেশমা আক্তার জানান, অন্যান্য জিনিসের পাশাপাশি কাপড়ের দাম কিছুটা বেড়েছে। ঠাকুরগাঁওয়ের কাপড়ের দাম পার্শ্ববর্তী দিনাজপুর জেলার তুলনায় কিছুটা বেশি।
রিক্তা আক্তার নামের আরেক ক্রেতা বলেন, ‘ঈদের কেনাকাটা করতে এসে খুব ভালো লাগছে। তবে কাপড়ের দাম একটু বেশি মনে হচ্ছে।’
এক দোকানের স্বত্বাধিকারী আসলাম জানান, দিন যত যাচ্ছে, ক্রেতাদের ভিড় তত বাড়ছে। অনেকে দাম কিছুটা কম পাওয়ার আশায় ঈদের আগেভাগে মার্কেটে আসছেন। এ বছর টি-শার্ট, সুতির পাঞ্জাবি ও জিনসের প্যান্ট বেশি বিক্রি হচ্ছে; পাশাপাশি নারীদের শাড়ি ও মেয়েদের বিভিন্ন থ্রি-পিস বিক্রি হচ্ছে।
ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শপিং মলগুলোতে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে।
কয়েক দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন নোয়াখালীর বোরো ধানচাষিরা। খেতে পানি জমে যাওয়ায় পাকা ধান কাটা ও কেটে রাখা ধানগুলো শুকিয়ে ঘরে তোলায় দুর্ভোগে পড়েছেন তাঁরা। ইতিমধ্যে পানিতে পচে গেছে কাটা অনেক ধান।
৩ মিনিট আগে২২ বছর হয়ে গেল। একটা সড়ক অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে সংস্কারবিহীন। এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই; বৃষ্টি হলে তো কথাই নেই। কিশোরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীধরখিলা এলাকার খাইরুলের বাড়ি থেকে জালু মোড়লের বাড়ি পর্যন্ত সড়কটির এ অবস্থা।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের ব্যক্তিগত কার্যালয় থেকে যুবলীগের নেতা জাহেদ খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বন্দরের মদনপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেজাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিনের বিরুদ্ধে আজ বুধবার কিশোরগঞ্জের বাজিতপুর থানায় অভিযোগ দিয়েছেন এক নারী। এতে তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্লীলতাহানি করেছেন ওই চিকিৎসক। রুহুল আমিন সেখানে একটি ক্লিনিকে সপ্তাহে দুই দিন রোগী দেখেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে