নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
সৈয়দপুরে তিন সহপাঠীর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার আড়াইটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বাড়ির পাশে খড়খড়িয়া নদীর চান্দিয়ার ব্রিজে সে গোসলে নামে।
মৃত ছাত্রের নাম শাহিন আলম (১৬)। সে একই ইউনিয়নের তেলিপাড়ার আবু তালেবের ছেলে ও স্থানীয় পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
প্রতিবেশী আজাহার আলী বলেন, তিন বন্ধু মিলে সকাল ১০টার দিকে বাড়ির পাশে খড়খড়িয়া নদীতে গোসল করতে যায় শাহিন। গোসলের একপর্যায়ে বন্যায় প্লাবিত খরস্রোতা নদীতে ডুবে যায় তারা। অন্য দুজন পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় শাহিন।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস এবং রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ঘটনাস্থল থেকে নদীর ভাটির দিকে ১০০ গজ দূর থেকে নিখোঁজ শাহিনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন আজকের পত্রিকাকে মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দপুরে তিন সহপাঠীর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার আড়াইটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বাড়ির পাশে খড়খড়িয়া নদীর চান্দিয়ার ব্রিজে সে গোসলে নামে।
মৃত ছাত্রের নাম শাহিন আলম (১৬)। সে একই ইউনিয়নের তেলিপাড়ার আবু তালেবের ছেলে ও স্থানীয় পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
প্রতিবেশী আজাহার আলী বলেন, তিন বন্ধু মিলে সকাল ১০টার দিকে বাড়ির পাশে খড়খড়িয়া নদীতে গোসল করতে যায় শাহিন। গোসলের একপর্যায়ে বন্যায় প্লাবিত খরস্রোতা নদীতে ডুবে যায় তারা। অন্য দুজন পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় শাহিন।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস এবং রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ঘটনাস্থল থেকে নদীর ভাটির দিকে ১০০ গজ দূর থেকে নিখোঁজ শাহিনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন আজকের পত্রিকাকে মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৯ দিনমজুরের বাড়ি পুড়ে গেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলা চাপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শিশু মাদ্রাসাছাত্রীকে (৭) ধর্ষণের চেষ্টাকারী এক কিশোরকে (১৭) পুলিশের হাতে তুলে দিয়েছে তার পরিবার। আজ সোমবার দুপুরে জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় তাকে পুলিশের হাতে তুলে দেন তার প্রবাসী বাবা।
৭ মিনিট আগেখুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। আজ সোমবার বেলা পৌনে ২টায় ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়।
১১ মিনিট আগেশ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বহনকারী একটি পিকআপ উল্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে