নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রি কলেজকেন্দ্রে চলছে ডিগ্রি (পাশ) তৃতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে বিশেষ সুবিধা পাইয়ে দিতে আসনবিন্যাসে অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় কলেজ অধ্যক্ষকে শোকজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম।
গতকাল বুধবার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও আজ (বৃহস্পতিবার) সেটি জানাজানি হয়। এতে তিন কর্মদিবসের মধ্যে অধ্যক্ষকে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সরকারি একটি সংস্থা থেকে প্রাপ্ত গোপনীয় তথ্যের প্রেক্ষিতে কলেজের দুজন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে বিরত রাখার অনুরোধ করা হয়। সে প্রেক্ষিতে অধ্যক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে বিরত রাখার অঙ্গীকার করেন। এরপরও তাদের একজনকে কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক ও অপরজনকে কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়।
এ ছাড়া ওই দিনের আসনবিন্যাস পর্যবেক্ষণ করে দেখা গেছে, কয়েকটি রোল নম্বরের পরীক্ষার্থীদের (১০২ নম্বর) নির্ধারিত কক্ষে না রেখে সিরিয়াল ভঙ্গ করে (১০৩ নম্বর) অন্য কক্ষে আসনের ব্যবস্থা করা হয়েছে, যা অস্বাভাবিক।
তথ্য মতে, ওই পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ১০৩ জন। গত ২৫ নভেম্বর ইংরেজী আবশ্যিক বিষয়ের মধ্য দিয়ে শুরু হয় পরীক্ষা। সেদিন পরীক্ষার্থীদের আসন বিন্যাস করা হয় তিনটি কক্ষে। এর মধ্যে ১০১ নম্বর কক্ষে ৪৩ জন, ১০২ নম্বর কক্ষে ৩৫ জন এবং ১০৩ নম্বর কক্ষে ২৫ জন।
অধ্যক্ষের স্বাক্ষর করা গত ২৫ নভেম্বর ইংরেজি বিষয়ের পরীক্ষার আসনবিন্যাস থেকে দেখা গেছে, ১০২ নম্বর কক্ষে রোল নম্বর শুরু হয়েছে ২২৬১৩৪৩ থেকে। ৩৫ সংখ্যার কক্ষে শেষ হওয়ার কথা ২২৬১৩৭৭ রোল নম্বরে। কিন্তু সেখানে সর্বশেষ রোল নম্বর দেখা গেছে ২২৬১৩৮২ পর্যন্ত। কারণ দর্শানোর নোটিশে কয়েক পরীক্ষার্থীকে বিশেষ সুবিধা দিতে সিরিয়াল ভঙ্গ করে ১০৩ নম্বর কক্ষে নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবকের অভিযোগ, কেন্দ্র থাকার সুবাদে বিভিন্ন পরীক্ষায় অধ্যক্ষের যোগসাজশে অনৈতিকভাবে সুবিধা করে দেওয়ার প্রতিযোগিতায় নামে কলেজের একটি চক্র। অর্থের বিনিময়ে ওই চক্রটি এসব কাজ করছে। এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ উপেক্ষা করে অধ্যক্ষ এবারও সেটিই করেছেন। এ কাজে জড়িতদের শাস্তি দাবি করেন তারা।
জানতে চাইলে ডোমার মহিলা ডিগ্রি কলজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লতিফুল মোন্তাকীম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার রিলেটিভ অসুস্থ হওয়ায় দুই দিন ধরে রংপুরে আছি। কোনো চিঠি এসেছে কিনা সেটি আমার জানা নেই।’
নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রি কলেজকেন্দ্রে চলছে ডিগ্রি (পাশ) তৃতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে বিশেষ সুবিধা পাইয়ে দিতে আসনবিন্যাসে অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় কলেজ অধ্যক্ষকে শোকজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম।
গতকাল বুধবার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও আজ (বৃহস্পতিবার) সেটি জানাজানি হয়। এতে তিন কর্মদিবসের মধ্যে অধ্যক্ষকে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সরকারি একটি সংস্থা থেকে প্রাপ্ত গোপনীয় তথ্যের প্রেক্ষিতে কলেজের দুজন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে বিরত রাখার অনুরোধ করা হয়। সে প্রেক্ষিতে অধ্যক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে বিরত রাখার অঙ্গীকার করেন। এরপরও তাদের একজনকে কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক ও অপরজনকে কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়।
এ ছাড়া ওই দিনের আসনবিন্যাস পর্যবেক্ষণ করে দেখা গেছে, কয়েকটি রোল নম্বরের পরীক্ষার্থীদের (১০২ নম্বর) নির্ধারিত কক্ষে না রেখে সিরিয়াল ভঙ্গ করে (১০৩ নম্বর) অন্য কক্ষে আসনের ব্যবস্থা করা হয়েছে, যা অস্বাভাবিক।
তথ্য মতে, ওই পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ১০৩ জন। গত ২৫ নভেম্বর ইংরেজী আবশ্যিক বিষয়ের মধ্য দিয়ে শুরু হয় পরীক্ষা। সেদিন পরীক্ষার্থীদের আসন বিন্যাস করা হয় তিনটি কক্ষে। এর মধ্যে ১০১ নম্বর কক্ষে ৪৩ জন, ১০২ নম্বর কক্ষে ৩৫ জন এবং ১০৩ নম্বর কক্ষে ২৫ জন।
অধ্যক্ষের স্বাক্ষর করা গত ২৫ নভেম্বর ইংরেজি বিষয়ের পরীক্ষার আসনবিন্যাস থেকে দেখা গেছে, ১০২ নম্বর কক্ষে রোল নম্বর শুরু হয়েছে ২২৬১৩৪৩ থেকে। ৩৫ সংখ্যার কক্ষে শেষ হওয়ার কথা ২২৬১৩৭৭ রোল নম্বরে। কিন্তু সেখানে সর্বশেষ রোল নম্বর দেখা গেছে ২২৬১৩৮২ পর্যন্ত। কারণ দর্শানোর নোটিশে কয়েক পরীক্ষার্থীকে বিশেষ সুবিধা দিতে সিরিয়াল ভঙ্গ করে ১০৩ নম্বর কক্ষে নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবকের অভিযোগ, কেন্দ্র থাকার সুবাদে বিভিন্ন পরীক্ষায় অধ্যক্ষের যোগসাজশে অনৈতিকভাবে সুবিধা করে দেওয়ার প্রতিযোগিতায় নামে কলেজের একটি চক্র। অর্থের বিনিময়ে ওই চক্রটি এসব কাজ করছে। এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ উপেক্ষা করে অধ্যক্ষ এবারও সেটিই করেছেন। এ কাজে জড়িতদের শাস্তি দাবি করেন তারা।
জানতে চাইলে ডোমার মহিলা ডিগ্রি কলজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লতিফুল মোন্তাকীম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার রিলেটিভ অসুস্থ হওয়ায় দুই দিন ধরে রংপুরে আছি। কোনো চিঠি এসেছে কিনা সেটি আমার জানা নেই।’
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে