নীলফামারীতে শ্রমিক লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ২০: ০৩
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ২০: ২৬

নীলফামারীর ডিমলায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বাবুরহাট বকদুলঝুলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রফিকুল ইসলাম উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামের আব্দুস সোহবানের ছেলে এবং উপজেলা শ্রমিক লীগের সদস্য ছিলেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কে বা কারা তাঁকে গলা কেটে হত্যার পর ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেছেন।’

এলাকাবাসী জানান, হত্যার শিকার ওই ব্যক্তি ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামের আব্দুস সোহবানের ছেলে এবং উপজেলা শ্রমিক লীগ সদস্য ছিলেন। উপজেলা শহরে ঢাকা কোচস্ট্যান্ডে বিভিন্ন দূরপাল্লার বাসের কাউন্টারের ব্যবসার কারণে শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। ঘটনাটি সোমবার দিবাগত রাতের কোনো এক সময় ঘটতে পারে বলে তাঁদের ধারণা। এ ঘটনায় নিহতের ছেলে মো. রায়হান বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত