Ajker Patrika

বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: রিপন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৩
বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: রিপন

বিএনপি ‘নৈরাজ্য’ সৃষ্টি করলে আওয়ামী লীগ এর দাঁতভাঙা জবাব দেবে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-৫ আসনের (সাঘাটা-ফুলছড়ি) সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন। 

আজ শনিবার সাঘাটা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

মাহমুদ হাসান রিপন বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি, জামায়াত আবারও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে, আওয়ামী লীগও বসে বসে তামাশা দেখবে না। জনগণকে সঙ্গে নিয়ে এবার তাদের নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ 

সংসদ সদস্য রিপন আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না, তারা দেশকে ধ্বংস করতে চায়। দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে। গত ১০ ডিসেম্বর দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগের অবস্থান দেখে তারা ব্যর্থ হয়েছে। এখন আবার আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। কিন্তু তাদের এই অপরাজনীতি সফল হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোখলেছুর রহমানের সঞ্চালনায় শান্তি সমাবেশে মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোকছেদুল হাসান সাজু, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, প্রচার সম্পাদক মৃণাল কান্তি, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন সাব্বির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক লিটন প্রমুখ। 

এ ছাড়া সমাবেশে উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত