সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
বিএনপি ‘নৈরাজ্য’ সৃষ্টি করলে আওয়ামী লীগ এর দাঁতভাঙা জবাব দেবে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-৫ আসনের (সাঘাটা-ফুলছড়ি) সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন।
আজ শনিবার সাঘাটা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মাহমুদ হাসান রিপন বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি, জামায়াত আবারও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে, আওয়ামী লীগও বসে বসে তামাশা দেখবে না। জনগণকে সঙ্গে নিয়ে এবার তাদের নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
সংসদ সদস্য রিপন আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না, তারা দেশকে ধ্বংস করতে চায়। দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে। গত ১০ ডিসেম্বর দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগের অবস্থান দেখে তারা ব্যর্থ হয়েছে। এখন আবার আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। কিন্তু তাদের এই অপরাজনীতি সফল হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোখলেছুর রহমানের সঞ্চালনায় শান্তি সমাবেশে মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোকছেদুল হাসান সাজু, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, প্রচার সম্পাদক মৃণাল কান্তি, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন সাব্বির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক লিটন প্রমুখ।
এ ছাড়া সমাবেশে উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
বিএনপি ‘নৈরাজ্য’ সৃষ্টি করলে আওয়ামী লীগ এর দাঁতভাঙা জবাব দেবে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-৫ আসনের (সাঘাটা-ফুলছড়ি) সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন।
আজ শনিবার সাঘাটা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মাহমুদ হাসান রিপন বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি, জামায়াত আবারও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে, আওয়ামী লীগও বসে বসে তামাশা দেখবে না। জনগণকে সঙ্গে নিয়ে এবার তাদের নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
সংসদ সদস্য রিপন আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না, তারা দেশকে ধ্বংস করতে চায়। দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে। গত ১০ ডিসেম্বর দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগের অবস্থান দেখে তারা ব্যর্থ হয়েছে। এখন আবার আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। কিন্তু তাদের এই অপরাজনীতি সফল হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোখলেছুর রহমানের সঞ্চালনায় শান্তি সমাবেশে মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোকছেদুল হাসান সাজু, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, প্রচার সম্পাদক মৃণাল কান্তি, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন সাব্বির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক লিটন প্রমুখ।
এ ছাড়া সমাবেশে উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা স্থানীয় পর্যায়ে ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন। এ নিয়ে সংবাদ, বিতর্ক ও সমালোচনা শুরু হলে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থনা করেন উপদেষ্টা আসিফ। তিনি পোস্টে লেখেন, তাঁর বাবা বিষয়টি
১২ মিনিট আগেবরগুনার পাথরঘাটার বঙ্গোপসাগরের মোহনা সুন্দরবন সংলগ্ন বিহঙ্গ দ্বীপে (ধানসির চর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় জেলে ও বন বিভাগের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল ৫টায় দিকে।
১৭ মিনিট আগেনাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতদল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।
১ ঘণ্টা আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।
২ ঘণ্টা আগে