সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ২১: ৩৩

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের দক্ষিণে বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

মেহেদী উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর এলাকার নজরুল ইসলামের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বানিয়াপাড়া এলাকায় উল্লেখিত সময় রেললাইনের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল ওই কিশোর। এ সময় চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম কিশোরের বাবার বরাত দিয়ে বলেন, সে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। তার চিকিৎসা চলছিল। আজ দুপুরের পর সে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। 

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত