ঠাকুরগাঁও প্রতিনিধি
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী মোহাম্মদ লিটনের চিকিৎসা হবে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। আজ শনিবার ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানার নির্দেশে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেই চলবে কলেজছাত্র লিটনের উন্নত চিকিৎসা।
২৭ ও ২৮ সেপ্টেম্বর এ নিয়ে আজকের পত্রিকায় ‘লিটনের শরীরে ৫০০ গুলি, চিকিৎসার দায়িত্ব নিচ্ছে না কেউ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে বিষয়টি সবার নজরে আসে।
লিটনের মা লিলি বেগম জানান, জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে ডেকে লিটনকে চিকিৎসার খোঁজখবর নেন। এরপর তিনি লিটনকে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিতে বলেন।
লিটন বলেন, ‘ডিসি স্যার আমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচে চিকিৎসার জন্য পাঠাচ্ছেন। এতে আমি খুব খুশি।’
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম বলেন, লিটন ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ আরও ছয়জনকে চিকিৎসার জন্য একই অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হচ্ছে।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা আজকের পত্রিকাকে বলেন, ‘লিটনের চিকিৎসার বিষয়ে ঢাকায় সিএমএইচে কথা বলেছি। ওখানকার চিকিৎসক লিটনকে ট্রমা সেন্টারে যেতে বলেছে। কর্তব্যরত ডাক্তাররা তাকে দেখার পর জানাবেন, ওর কী চিকিৎসা হতে পারে।’
গত ৪ আগস্ট ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ হন লিটন। সেই গুলিতে ঝাঁজরা হয়ে যায় তাঁর পুরো শরীর। চিকিৎসকেরা বলছেন, লিটনের শরীরে এখনো গুলির প্রায় ৫০০ ক্ষত রয়ে গেছে।
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী মোহাম্মদ লিটনের চিকিৎসা হবে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। আজ শনিবার ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানার নির্দেশে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেই চলবে কলেজছাত্র লিটনের উন্নত চিকিৎসা।
২৭ ও ২৮ সেপ্টেম্বর এ নিয়ে আজকের পত্রিকায় ‘লিটনের শরীরে ৫০০ গুলি, চিকিৎসার দায়িত্ব নিচ্ছে না কেউ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে বিষয়টি সবার নজরে আসে।
লিটনের মা লিলি বেগম জানান, জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে ডেকে লিটনকে চিকিৎসার খোঁজখবর নেন। এরপর তিনি লিটনকে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিতে বলেন।
লিটন বলেন, ‘ডিসি স্যার আমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচে চিকিৎসার জন্য পাঠাচ্ছেন। এতে আমি খুব খুশি।’
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম বলেন, লিটন ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ আরও ছয়জনকে চিকিৎসার জন্য একই অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হচ্ছে।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা আজকের পত্রিকাকে বলেন, ‘লিটনের চিকিৎসার বিষয়ে ঢাকায় সিএমএইচে কথা বলেছি। ওখানকার চিকিৎসক লিটনকে ট্রমা সেন্টারে যেতে বলেছে। কর্তব্যরত ডাক্তাররা তাকে দেখার পর জানাবেন, ওর কী চিকিৎসা হতে পারে।’
গত ৪ আগস্ট ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ হন লিটন। সেই গুলিতে ঝাঁজরা হয়ে যায় তাঁর পুরো শরীর। চিকিৎসকেরা বলছেন, লিটনের শরীরে এখনো গুলির প্রায় ৫০০ ক্ষত রয়ে গেছে।
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
১ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২২ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
২৮ মিনিট আগে