সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে কর ও টোলের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। গত ৩০ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সাবেক পৌর মেয়র রাফিকা আকতার সৈয়দপুর পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আখতার হোসেন বাদলের স্ত্রী।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গোপন অভিযোগের ভিত্তিতে চলতি বছরের গত ৩০ মে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন সৈয়দপুর পৌরসভা পরিদর্শন করেন। সাবেক পৌর মেয়র, কাউন্সিলর, পৌর কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়া বিভিন্ন রেজিস্ট্রার খাতা পর্যবেক্ষণ করেন।
বিভাগীয় কমিশনার জাকির পরিদর্শনের সময় সাবেক পৌর মেয়রের অনিয়ম ও দুর্নীতির চিত্র ধরা পড়ে। পৌরসভায় মোট মঞ্জুরি করা ১৫৮ পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২৯ জন। অর্থাৎ, ১২৯ পদ শূন্য থাকলেও তা পূরণে ব্যবস্থা না নিয়ে ৫০০ জনকে মাস্টাররোলের মাধ্যমে নিয়োগ দেন। নিয়মিত পৌর কর আদায় করলেও তা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয় না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের জুলাই মাস থেকে টোল আদায়ের বিষয়ে রেজিস্ট্রার বইতে কোনো হিসাব রাখা হয়নি। সাবেক মেয়র টোলের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া এলআর (লোকাল রিলেশন্স) ফান্ডের ১ কোটি টাকা ব্যাংক হিসেবে জমা না দিয়ে তা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সাবেক মেয়রের বিরুদ্ধে আরও অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহান আত্মগোপনে আছেন। তাঁর মোবাইল ফোনের সংযোগ বন্ধ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে পৌরসভার অন্য কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে কর ও টোলের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। গত ৩০ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত পরিদর্শন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সাবেক পৌর মেয়র রাফিকা আকতার সৈয়দপুর পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আখতার হোসেন বাদলের স্ত্রী।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গোপন অভিযোগের ভিত্তিতে চলতি বছরের গত ৩০ মে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন সৈয়দপুর পৌরসভা পরিদর্শন করেন। সাবেক পৌর মেয়র, কাউন্সিলর, পৌর কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়া বিভিন্ন রেজিস্ট্রার খাতা পর্যবেক্ষণ করেন।
বিভাগীয় কমিশনার জাকির পরিদর্শনের সময় সাবেক পৌর মেয়রের অনিয়ম ও দুর্নীতির চিত্র ধরা পড়ে। পৌরসভায় মোট মঞ্জুরি করা ১৫৮ পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২৯ জন। অর্থাৎ, ১২৯ পদ শূন্য থাকলেও তা পূরণে ব্যবস্থা না নিয়ে ৫০০ জনকে মাস্টাররোলের মাধ্যমে নিয়োগ দেন। নিয়মিত পৌর কর আদায় করলেও তা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয় না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের জুলাই মাস থেকে টোল আদায়ের বিষয়ে রেজিস্ট্রার বইতে কোনো হিসাব রাখা হয়নি। সাবেক মেয়র টোলের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া এলআর (লোকাল রিলেশন্স) ফান্ডের ১ কোটি টাকা ব্যাংক হিসেবে জমা না দিয়ে তা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সাবেক মেয়রের বিরুদ্ধে আরও অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহান আত্মগোপনে আছেন। তাঁর মোবাইল ফোনের সংযোগ বন্ধ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে পৌরসভার অন্য কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
২ মিনিট আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
১৮ মিনিট আগেনুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৪৩ মিনিট আগে