লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে চলন্ত ট্রেন লালমনি এক্সপ্রেসে স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের দায়ে গ্রেপ্তার অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে সাময়িক বরখাস্তের পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার রেলওয়ে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) তাসরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার কমলাপুর থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের সময় হাতেনাতে আটক হন আক্কাছ গাজী। পরে লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানায় ধর্ষণ মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখায় রেলওয়ে পুলিশ।
গ্রেপ্তার আক্কাছ গাজী (৩২) বরিশাল সদরের পাতাং এলাকার বাসিন্দা। তিনি লালমনিরহাট রেলওয়ে সেলুন বেয়ারা ভারপ্রাপ্ত অ্যাটেনডেন্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে কর্মরত।
রেলওয়ে প্রকৌশলী তাসরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণের দায়ে গ্রেপ্তার অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে। মামলারও প্রস্তুতি চলছে। তবে বরখাস্তকালীন খোরপোশ বাবদ অর্ধেক বেতন পাবেন আক্কাছ গাজী।’
মামলা সূত্রে জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৩) গতকাল মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ময়মনসিংহের ট্রেনে না উঠে ভুলবশত লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে।
টিকিট চেকিংয়ের সময় ওই ছাত্রীর কাছে কোনো টিকিট না থাকায় অ্যাটেনডেন্ট আক্কাছ গাজী তার কক্ষে নিয়ে যান। একপর্যায়ে সকালে (বুধবার) কেবিন ফাঁকা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরে স্কুলছাত্রীর চেঁচামেচিতে ট্রেনে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিবস্ত্র অবস্থায় ভুক্তভোগী এবং অভিযুক্ত আক্কাছ গাজীকে আটক করেন।
তাৎক্ষণিক ভুক্তভোগীর পরিবারের কাউকে না পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমীন বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে গ্রেপ্তার দেখায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আক্কাছ গাজী ঘটনার দায় স্বীকার করেছেন বলেও মামলার বিবরণে বাদী উল্লেখ করেছেন।
তদন্ত কর্মকর্তা লালমনিরহাট রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার বাবা ও ভাই রওনা হয়েছেন। তাঁরা পৌঁছালে তাঁদের কাছে ভুক্তভোগীকে হস্তান্তর করা হবে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা শেষে আজ (বৃহস্পতিবার) জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, গ্রেপ্তার আক্কাছ গাজীকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
লালমনিরহাটে চলন্ত ট্রেন লালমনি এক্সপ্রেসে স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের দায়ে গ্রেপ্তার অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে সাময়িক বরখাস্তের পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার রেলওয়ে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) তাসরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার কমলাপুর থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের সময় হাতেনাতে আটক হন আক্কাছ গাজী। পরে লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানায় ধর্ষণ মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখায় রেলওয়ে পুলিশ।
গ্রেপ্তার আক্কাছ গাজী (৩২) বরিশাল সদরের পাতাং এলাকার বাসিন্দা। তিনি লালমনিরহাট রেলওয়ে সেলুন বেয়ারা ভারপ্রাপ্ত অ্যাটেনডেন্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে কর্মরত।
রেলওয়ে প্রকৌশলী তাসরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ধর্ষণের দায়ে গ্রেপ্তার অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে। মামলারও প্রস্তুতি চলছে। তবে বরখাস্তকালীন খোরপোশ বাবদ অর্ধেক বেতন পাবেন আক্কাছ গাজী।’
মামলা সূত্রে জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৩) গতকাল মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ময়মনসিংহের ট্রেনে না উঠে ভুলবশত লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে।
টিকিট চেকিংয়ের সময় ওই ছাত্রীর কাছে কোনো টিকিট না থাকায় অ্যাটেনডেন্ট আক্কাছ গাজী তার কক্ষে নিয়ে যান। একপর্যায়ে সকালে (বুধবার) কেবিন ফাঁকা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরে স্কুলছাত্রীর চেঁচামেচিতে ট্রেনে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিবস্ত্র অবস্থায় ভুক্তভোগী এবং অভিযুক্ত আক্কাছ গাজীকে আটক করেন।
তাৎক্ষণিক ভুক্তভোগীর পরিবারের কাউকে না পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমীন বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে গ্রেপ্তার দেখায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আক্কাছ গাজী ঘটনার দায় স্বীকার করেছেন বলেও মামলার বিবরণে বাদী উল্লেখ করেছেন।
তদন্ত কর্মকর্তা লালমনিরহাট রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার বাবা ও ভাই রওনা হয়েছেন। তাঁরা পৌঁছালে তাঁদের কাছে ভুক্তভোগীকে হস্তান্তর করা হবে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা শেষে আজ (বৃহস্পতিবার) জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, গ্রেপ্তার আক্কাছ গাজীকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
১২ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
২৫ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
৩৬ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে