ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশন সাময়িক বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের দেওয়ানের খামার এলাকায় মেসার্স সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলের ট্যাংকে জ্বালানি তেল ভরতে কয়েক ব্যক্তি সাহা ফিলিং স্টেশনে যান। এ সময় জ্বালানি তেল ওজনে কম দেওয়া হচ্ছে মনে হলে তাঁরা বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত শিক্ষার্থীদের জানান।
খবর পেয়ে শিক্ষার্থীরা ফিলিং স্টেশনে গিয়ে ওজনে কম দেওয়ার বিষয়টি যাচাই করেন। তাতে দেখা গেছে ২ লিটার ২৫ মিলিলিটার জ্বালানি তেল কিনে একজন ক্রেতা প্রায় ১৩ টাকা ৫৬ পয়সার তেল কম পাচ্ছেন।
এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলেন। এই প্রতিবেদন লেখার সময় আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, ওজনে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে।’
মেসার্স সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, ‘জ্বালানি তেলের মজুত শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। এই অবস্থায় তেলের স্তর নিচে নেমে যায়। এতে পরিমাণে সামান্য তারতম্য হয়। শিক্ষার্থীরা ফিলিং স্টেশন বন্ধ রাখতে বলেছে।’
এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওজনে কম দেওয়ার অভিযোগে মেসার্স সাহা ফিলিং স্টেশনকে একাধিকবার জরিমানা করে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশন সাময়িক বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের দেওয়ানের খামার এলাকায় মেসার্স সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলের ট্যাংকে জ্বালানি তেল ভরতে কয়েক ব্যক্তি সাহা ফিলিং স্টেশনে যান। এ সময় জ্বালানি তেল ওজনে কম দেওয়া হচ্ছে মনে হলে তাঁরা বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত শিক্ষার্থীদের জানান।
খবর পেয়ে শিক্ষার্থীরা ফিলিং স্টেশনে গিয়ে ওজনে কম দেওয়ার বিষয়টি যাচাই করেন। তাতে দেখা গেছে ২ লিটার ২৫ মিলিলিটার জ্বালানি তেল কিনে একজন ক্রেতা প্রায় ১৩ টাকা ৫৬ পয়সার তেল কম পাচ্ছেন।
এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলেন। এই প্রতিবেদন লেখার সময় আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, ওজনে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে।’
মেসার্স সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, ‘জ্বালানি তেলের মজুত শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। এই অবস্থায় তেলের স্তর নিচে নেমে যায়। এতে পরিমাণে সামান্য তারতম্য হয়। শিক্ষার্থীরা ফিলিং স্টেশন বন্ধ রাখতে বলেছে।’
এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওজনে কম দেওয়ার অভিযোগে মেসার্স সাহা ফিলিং স্টেশনকে একাধিকবার জরিমানা করে।
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
১৮ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগে